কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
মৌসুনি দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের
এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার মৌসুনি দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের। গতকাল সন্ধ্যার সময় স্থানীয় বাঘডাঙা এলাকার রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি। সেইসময় এক বাসিন্দা কুমিরটির দেখতে পেয়ে চিৎকার শুরু করে দেয়, চিৎকারে কুমিরটি গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে। চিৎকার শুনে আশেপাশের এলাকার মানুষজন ছুটে আসেন।। খবর দেওয়া হয় বনদপ্তরের বকখালি রেঞ্জে। কিছুক্ষণের মধ্যেই ওই স্থানে উপস্থিত হন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে রাতেই ভগবতপুর কুমির প্রকল্পে পাঠান। চিকিৎসার পর ৫ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানাযায়। সুন্দরবনের এই অংশে অতীতে কুমিরের দেখা মেলেনি। পাশের চিনাই নদীতে কুমিরটিকে দেখেছে এলাকার মানুষ। তারপরেই ঢুকে পড়ে নদীর পাশ্ববর্তী লোকালয়ে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours