তবে আচমকা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত জনবহুল। নিত্যদিন মানুষের যাতায়াত লেগেই থাকে। আচমকাই বাড়ির সামনের অংশ এভাবে ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এবার উত্তর কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে গেল বাড়ি, আহত ১
ভেঙে পড়ল বাড়ি

বাঘাযতীন-ট্যাংরা-হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি হেলে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এই আবহের মধ্যেই এবার ভেঙে পড়ল বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার মুক্তিরামবাবু স্ট্রিটে। সেখানেই আজ দুপুর নাগাদ বাড়ি ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে।


কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, এই পুরনো বাড়িটি সংস্কারের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। এ দিন আচমকাই সেটির সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আহত হয় এক শ্রমিক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধ্বংসস্তপের ভিতর কেউ আটকে নেই বলেই জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

তবে আচমকা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত জনবহুল। নিত্যদিন মানুষের যাতায়াত লেগেই থাকে। আচমকাই বাড়ির সামনের অংশ এভাবে ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, এর আগে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে বাড়ি হেলে যায়। তার একাংশ ভেঙেও পড়ে। এর পরপরই ট্যাংরার একটি বহুতল হেলে যায়। ঘটনাস্থল পর্যবেক্ষণে যান মেয়র ফিরহাদ হাকিমও। সেই বাড়ি হেলা বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর কলকাতায় ভেঙে গেল বাড়ি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours