রুদ্রনীলের শেয়ার করা ছবি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। একসময় সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগ নিয়েও জল্পনা বেড়েছিল।

ভোট আসছে... ছবি পোস্ট করে নেটিজেনদের 'সম্ভাব্য সংলাপ' লেখার দায়িত্ব দিলেন রুদ্রনীল
সৌরভ গঙ্গোপাধ্যায় ও দিলীপ ঘোষ


একটা ছবি। তাতে দুই ক্ষেত্রের দুই উজ্জ্বল ব্যক্তিত্ব। আর সেই ছবির উপরে এক লাইনের একটি ক্যাপশন। অবশ্য প্রশ্ন বলাই ভাল। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের শেয়ার করা ওই ছবিকে কেন্দ্র করেই নানা জল্পনা শুরু হয়েছে। কারণ, ছবির দুই উজ্জ্বল ব্যক্তিত্বের একজন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর অন্যজন দিলীপ ঘোষ। সৌরভের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলীপ ঘোষও।


রবিবার সৌরভ ও দিলীপের মুখোমুখি দাঁড়িয়ে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ। ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও কিছু নিয়ে আলোচনা করছেন। পরস্পরের দিকে তাকিয়ে রয়েছেন দু’জনে। সৌরভের নিজের ডান হাত তাঁর বুকে রেখে কিছু বলছেন। তাঁর বাম হাত দিলীপ ঘোষের পিঠে। আর দিলীপ ঘোষ তাঁর ডান হাত কিছুটা তুলে কিছু বলছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রুদ্রনীল লিখেছেন, “সম্ভাব্য সংলাপ কী হতে পারে?”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours