বঙ্গ বিজেপির দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনশাল-সহ অন্যদের রবিবার দলের সল্টলেকের দফতরে উপস্থিত থাকার কথা। সেই সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা।


সল্টলেকে বড় বৈঠকে বিজেপি, রবিবারই ঠিক হয়ে যাচ্ছে নতুন রাজ্য সভাপতির নাম?
ফাইল ফোটো

২৫ টি জেলা সভাপতি নির্বাচন শেষ হয়েছে বঙ্গ বিজেপিতে। বাকি এখনও ১৮টি। নতুন জেলা সভাপতির নিয়ে জেলায় জেলায় চলছে চর্চা। বছর ঘুরলেই আবার বিধানসভা নির্বাচন। সলতে পাকানোর কাজও চলছে পুরোদমে। ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। এরইমধ্য়ে বাকি জেলাগুলিতে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় বিজেপি। সূত্রের খবর, সেই লক্ষ্যেই রবিবার বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব।


বঙ্গ বিজেপির দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনশাল-সহ অন্যদের রবিবার দলের সল্টলেকের দফতরে উপস্থিত থাকার কথা। সেই সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা। জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করার পাশাপাশি মার্চ মাসে অমিত শাহের বঙ্গ সফর নিয়েও এদিনের বৈঠকে আলোচনার সম্ভাবনা আছে। সেই সঙ্গে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও এদিনের বৈঠকের আলোচনায় উঠে আসবে বলে খবর। 


ইতিমধ্যে রাজ্যে বিজেপির সাংগঠনিক জেলার ৫০ শতাংশের বেশি সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। ফলে রাজ্য সভাপতি নির্বাচনে আর কোনও বাধা রইল না। তাই সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কে হবেন রাজ্য সভাপতি তা নিয়ে বিস্তর জল্পনা চলছে বেশ কয়েক মাস ধরেই। একাধিক হেভিওয়েট নাম নিয়ে চলছে চর্চা। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours