এক সূত্রে দাবি করা হয়েছে, আবু কাতালের পাশেই বসেছিলেন হাফিজ সইদ। তাঁরা পাকিস্তান সেনার কর্পস কম্যান্ডারের সঙ্গে দেখা করে ফিরছিলেন। অতর্কিতে হামলা চলে। গুলিতে কাতালের সঙ্গে হাফিজ সইদেরও মৃত্যু হয়েছে।


হাফিজ সইদ মৃত না আহত? উত্তর খুঁজতে উথালপাতাল সোশ্যাল মিডিয়া
হাফিজ সইদ।


ফের প্রাণঘাতী হামলা কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের উপরে। লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা তথা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলেই সূত্রের খবর। হাফিজ জীবিত রয়েছে না মৃত, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।


রবিবার সকালেই হাফিজ সইদের ভাইপো আবু কাতালের মৃত্যুর খবর মেলে। পাকিস্তানের ঝিলাম প্রদেশে দেনা এলাকায় আবু কাতালের কনভয়ে হামলা করে অজ্ঞাতপরিচয় কয়েকজন। সূত্রের খবর, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে আবু কাতালকে। লস্কর-ই-তৈবার জঙ্গি নেতার মৃত্যুর খবর নিশ্চিত হলেও, হাফিজ সইদের মৃত্যু বা আহত হওয়ার ঘটনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।




এক সূত্রে দাবি করা হয়েছে, আবু কাতালের পাশেই বসেছিলেন হাফিজ সইদ। তাঁরা পাকিস্তান সেনার কর্পস কম্যান্ডারের সঙ্গে দেখা করে ফিরছিলেন। অতর্কিতে হামলা চলে। গুলিতে কাতালের সঙ্গে হাফিজ সইদেরও মৃত্যু হয়েছে।



অপর একটি সূত্রে আবার দাবি, হাফিজ সইদ মারা যাননি। তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।



প্রসঙ্গত, এর আগেও একাধিকবার হাফিজ সইদের মৃত্য়ুর খবর ছড়িয়েছিল। তবে প্রতিবারই তা মিথ্যা বলে প্রমাণ হয়েছে। এনআইএ থেকে শুরু করে ইন্টারপোল, দেশীয়-আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির মোস্ট ওয়ান্টেডের তালিকায় হাফিজ সইদের নাম রয়েছে। বহু বছর ধরেই পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে লস্কর প্রতিষ্ঠাতা। তবে পাকিস্তান বরাবরই তা অস্বীকার করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours