সম্পত্তি লিখে দেওয়ার জন্য বারবার মানসিক চাপ, শেষমেষ মৃত্যু 

সম্পত্তি লিখে দেওয়ার জন্য বারবার মানসিক চাপ, সহ্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নেয় এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার ভুবননগর এলাকায়। স্বামীর মৃত্যুর জন্য স্বামীর মামার বাড়ির পরিবার সহ স্বামীর মা কে দায়ী করেছে মৃতের স্ত্রী। তিনি শশুর বাড়ির লোকজনের বিরূদ্ধে কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


 সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বলে জানান কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস। 


এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ মহাকুমার ভুবননগর এলাকায় নেমে আসে শোকের ছায়া। 


স্টাফ রিপোর্টার মুন্না সর্দার



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours