আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ১০০টি মুভির নাম নিয়ে গান গেয়ে ভাইরাল করঞ্জলির যুবক
৯০ এর দশকে সবারই হয়তো সেরা নায়কের তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর নাম ছিল। ছোট থেকে পীযূষ ভুঁড়েও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বড় ভক্ত। যেখানেই তার ছবি দেখাতো অথবা পাশের বাড়ির টিভিতে গান বাজলেই ছুটে চলে যেতেন এক্কেবারে। কুলপি বিধানসভার করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের বাঁশতলার বাসিন্দা পীযূষ ভুঁড়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১০০ টি মুভির নাম নিয়ে গান গেয়ে এখন তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তাহলে একবার শুনে নেওয়া যাক তার সেই ভাইরাল
ছোট থেকে এই পরিবারে গানের চর্চা ছিল, বাবা কীর্তন গান করতেন আর সেই বাবার দেখা দেখি তারও ইচ্ছা ছিল বড় হয়ে শিল্পী হবে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল অভাব অনটন। অভাবের তাড়নায় পড়াশোনা শেষ করে পাড়ারই একটি সারের দোকানে কাজ শুরু করে পীযুষ। কিন্তু তার মনে ছিল অদম্য জেদ। কোনো কিছুই তাকে দমাতে পারেনি। দোকানের পাশাপাশি যখনই সময় পেতো গুনগুন করে গেয়ে উঠতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বইয়ের গান অথবা সারাদিন দোকান সেরে এসে বাড়িতেই চলতো তার গানের চর্চা।
এর পর একদিন তিন বন্ধু মিলে ঠিক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১০০ টি মুভির নাম নিয়ে একটি গান বানানোর। আর সেই মতন গানও তৈরি করলেন তারা আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমিষেই ভাইরাল এখন সেই গান।
আর তার এই খুশিতে খুশি তার পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours