ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
এদিন পডকাস্ট শো-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক সংকট, প্রত্যেক চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখি। তাই, প্রত্যেক যুবক-যুবতীকে বলব, ধৈর্য ধরো। জীবনে কোনও শর্টকাট নেই।"
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
নরেন্দ্র মোদী
জীবনে সমস্যা আসবে। চ্যালেঞ্জ আসবে। সেইসময় ধৈর্য ধরতে হবে। সমস্যা শুধুমাত্র সহনশীলতার পরীক্ষা। দেশের যুবসমাজকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে দেশের যুবসমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “জীবনে শর্টকাট বলে কিছু নেই।” একইসঙ্গে তাঁর বক্তব্য, জীবনের উদ্দেশ্য খোঁজার আগে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে, কোনও শক্তি কোনও উদ্দেশ্যেই তাঁকে পাঠিয়েছে।
এদিন পডকাস্ট শো-তে প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক সংকট, প্রত্যেক চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখি। তাই, প্রত্যেক যুবক-যুবতীকে বলব, ধৈর্য ধরো। জীবনে কোনও শর্টকাট নেই।”
যেসব যুবক-যুবতী জীবনের উদ্দেশ্য খুঁজছে, তাদের জন্য কী পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী? মোদীকে প্রশ্ন করেন ফ্রিডম্যান। জবাবে যুবসমাজেরে উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি এখানে কোনও উদ্দেশ্যে এসেছি। কোনও শক্তি পাঠিয়েছে। এবং আমি একা নই। যিনি আমায় পাঠিয়েছেন, তিনি আমার সঙ্গে সবসময় রয়েছে। এই বিশ্বাস সবসময় আমাদের মধ্যে থাকতে হবে।”
Post A Comment:
0 comments so far,add yours