জানা গিয়েছে, শনিবার লন্ডন থেকে ফেরেন এআর রহমান। এরপরই তিনি অসুস্থবোধ করেন। রাত সাড়ে ১১টা নাগাদ তিনি চেকআপের জন্য হাসপাতালে যান। তখনই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় রহমান।



 লন্ডন থেকে ফিরেই অসুস্থ, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল এআর রহমানকে
এআর রহমান।


হঠাৎ অসুস্থ এআর রহমান। হাসপাতালে ভর্তি করা হল এআর রহমানকে। রবিবার সকালেই অস্কারজয়ী সুরকার ও সঙ্গীত পরিচালককে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চলছে একাধিক পরীক্ষা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কী রকম, তা এখনও জানাননি চিকিৎসকরা।


জানা গিয়েছে, শনিবার লন্ডন থেকে ফেরেন এআর রহমান। এরপরই তিনি অসুস্থবোধ করেন। রাত সাড়ে ১১টা নাগাদ তিনি চেকআপের জন্য হাসপাতালে যান। তখনই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় রহমান।

সঙ্গীত পরিচালকের মুখপাত্র জানিয়েছেন, শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশনের জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। লন্ডন থেকে ফেরার পরই তিনি অসুস্থ বোধ করেন। রমজানে রোজা রাখছেন বলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।


চিকিৎসকরা তাঁর ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করেছেন বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এআর রহমানের অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরই চিকিৎসকরা এই বিষয়ে আপডেট জানাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিশিষ্ট মিউজিক কম্পোজার এআর রহমান সম্প্রতিই খবরের শিরোনামে এসেছিলেন বিবাহ বিচ্ছেদের ঘোষণার কারণে। প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি।

১৯৯৫ সালে শায়রাকে বিয়ে করেছিলেন এআর রহমান। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে দম্পতি যৌথ বিবৃতিতে তাদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তবে বিচ্ছেদের পরও স্ত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতিই তাঁর প্রাক্তন স্ত্রীও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রহমান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours