পুলিশের অভিযোগ, হিন্দুনেতার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের তথ্য মিলেছে। তাঁর মোবাইলে বিদেশি নাগরিকদের সঙ্গে বেশ কিছু সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথন পাওয়া গিয়েছে। সেই ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা।

আবার 'টার্গেট' হিন্দুরাই! বাংলাদেশে গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব
কপিল কৃষ্ণ মণ্ডল

চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়ে তুঙ্গে চাপান-উতোর। সেই আবহেই আরও একবার হিন্দু নিপীড়নের ছবি তুলে ধরল ইউনূসের বাংলাদেশ। এখনও আদালতেই ঝুলে রয়েছে বাংলাদেশের হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসের মামলা। গত বছরের নভেম্বর মাসে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ।


সেই মামলায় বারংবার শুনানির পরেও বাতিল হয়েছে হিন্দুনেতার জামিনের আর্জি, এখনও জেলবন্দিই রয়েছেন সেই হিন্দুনেতা। সম্প্রতি, চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে কেন এত দড়ি টানাটানি করছে সরকার ও আদালত, সেই নিয়ে ইউনূস সরকারের কাছে হলফনামাও তলব করেছিল বাংলাদেশের হাইকোর্ট।

এবার চিন্ময় কৃষ্ণ বিতর্কের মাঝে গ্রেফতার আরও এক। বাংলাদেশের সমাজমাধ্যম সূত্রে খবর, আবার রাষ্ট্রদ্রোহিতার কোপ পড়েছে সে দেশের আরও এক হিন্দুনেতার উপর। গ্রেফতার করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডলকে।


একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে, তাঁকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের অভিযোগ, হিন্দুনেতার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের তথ্য মিলেছে। তাঁর মোবাইলে বিদেশি নাগরিকদের সঙ্গে বেশ কিছু সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথন পাওয়া গিয়েছে। সেই ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours