শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
এলাকাবাসীদের দাবি, গত শনিবার ছেলে ও মায়ের মধ্যে বচসা শুনতে পান তাঁরা।এরপর থেকেই তাদের দুজনকেই এলাকায় আর দেখা যায়নি।
শনিবার আওয়াজটা পেয়েছিল সবাই, তারপরই সব চুপচাপ! দুর্গন্ধটা এলাকায় ছড়িয়ে পড়তেই...
চা বাগানের ফিটার লাইনে থাকতেন মা-ছেলে। আশপাশের লোকজনের সঙ্গে কথাবার্তাও চলত তাঁদের। কিন্তু গত শনিবারের পর থেকে সব চুপচাপ। মা-ছেলের কোনও সাড়াই পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিল, কী এমন ঘটল! এলাকায় ছড়াতে থাকে নানা জল্পনা। কিন্তু সোমবার রাতে যেভাবে দুর্গন্ধ বেরল, তাতে আর দেরী করেননি প্রতিবেশীরা। ডাকা হয় পুলিশ।
আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনের ওই আবাসনে ঢুকে অবাক পুলিশ। একটি ঘরে পড়ে রয়েছে মায়ের মৃতদেহ, অপর ঘরে বন্দি ছেলে! মৃতার নাম সোমালি তিরকি(৬০)। ছেলে আবির তিরকি(৩০) চা বাগানেই কাজ করেন।
এলাকাবাসীদের দাবি, গত শনিবার ছেলে ও মায়ের মধ্যে বচসা শুনতে পান তাঁরা।এরপর থেকেই তাদের দুজনকেই এলাকায় আর দেখা যায়নি। এরপর সোমবার রাতে তাঁদের আবাসন থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পৌঁছে যান। বাসিন্দাদের দাবি, ঘরে সোমালি তিরকির মৃতদেহ দেখতে পান তাঁরা। এরপরই খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পাশের ঘর থেকে আটক করা হয় আবির তিরকিকেও(৩০)।
কীভাবে সোমালি তিরকির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠাবে হাসিমারা ফাঁড়ির পুলিশ। মা’কে খুন করে কি দুদিন ধরে ছেলে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলেন? পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
Post A Comment:
0 comments so far,add yours