শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
পোস্টারে লেখা, 'হিন্দু হিন্দু ভাই ভাই. বাঙালি পূর্ণ মন্ত্রী নাই', আবার কোনও পোস্টারে লেখা, 'হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?' কোথাও লেখা, 'হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দাম লোটা চাই?'...
হিন্দু হিন্দু ভাই ভাই, কেন বাঙালি পূর্ণমন্ত্রী নাই?', শ্যামবাজার থেকে সল্টলেকে পড়ল তৃণমূলের পোস্টার, দিলীপের প্রশ্ন, 'বাঙালিকে কেউ বিশ্বাস করছে এখন?'
শ্যামবাজারে তৃণমূলের পোস্টার
শ্যামবাজার থেকে সল্টলেক-বিজেপির ‘হিন্দুত্ব এজেন্ডাকে’ নিশানা করে পোস্টার তৃণমূলের। পোস্টারে লেখা, ‘হিন্দু হিন্দু ভাই ভাই. বাঙালি পূর্ণ মন্ত্রী নাই’, আবার কোনও পোস্টারে লেখা, ‘হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’ কোথাও লেখা, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দাম লোটা চাই?’… শ্যামবাজার, হাতিবাগান, সল্টলেকে এহেন এক গুচ্ছ পোস্টার দেখা গিয়েছে। এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
এ প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, “সাধারণ মানুষ আজকে পাল্টা যেটা মনে করছেন, হিন্দু সাধারণ ভাই বোন যাঁকে দাবি করছেন ওঁরা, সেই তাঁদেরই গ্যাস কিনতে হচ্ছে চড়া দামে। গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর নামে হাজার টাকা করে ফাইন নিচ্ছেন। একজনও পূর্ণ মন্ত্রী হিসাবে কোনও বাঙালি কেন্দ্রীয় সরকারে নেই। অথচ বাংলা অন্যান্য অনেক বিজেপি শাসিত রাজ্যের থেকে বেশি সংখ্যক এমপি দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন গুলো সাধারণ হিন্দুদের তরফে উঠে আসছে।”
Post A Comment:
0 comments so far,add yours