রবিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। সেই সুযোগে কথার ছলে ফাঁসিয়ে ঘরে ঢোকে অভিযুক্ত। একা পেয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।


মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার
প্রতীকী ছবি


ফাঁকা বাড়িতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাকে ঘিরে উত্তেজনা ভাঙড়ের পোলেরহাট এলাকা। ধৃত যুবকের নাম মনিরুল মোল্লা। বাড়ি পোলেরহাট থানা এলাকার কুলবেড়িয়া এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। সেই সুযোগে কথার ছলে ফাঁসিয়ে ঘরে ঢোকে অভিযুক্ত। একা পেয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

নির্যাতিতার মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই এই ঘটনা। বাড়িতে ফিরে মেয়েকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রশ্ন করলে মাকে সবটা বলেন নির্যাতিতা। তারপরেই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা।

অভিযোগের ভিত্তিতে এক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পোলেরহাট থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours