স্থানীয় সূত্রে খবর, ডোমজুড় থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপিয়া মান্না নামে ওই মহিলা। ডোমজুড়-মুন্সিরহাট রোডের একটি টোটোতে ওঠেন। মহিলার দাবি, গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চালক ওই মহিলাকে বলেন আপনি যেহেতু মোটা তাই আপনাকে ডবল ভাড়া দিতে হবে। কথামতো ওই মহিলাও তা দিতে রাজিও হয়ে যান।


আপনি মোটা, ডাবল ভাড়া দিতে হবে’, মহিলাকে দেখেই আজব দাবি চালকের, প্রতিবাদ করতেই…
ঝামেলার জেরে বেশ কিছুক্ষণ তীব্র যানজটও তৈরি হয় রাস্তায়


 ‘আপনি মোটা, তাই দিতে হবে দ্বিগুণ ভাড়া!’ টোটো চালকের অদ্ভুত দাবিতে অবাক হলেও এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়ে যান। কিছু সময়ের মধ্যে আরও এক ব্যক্তি উঠে পাশে বসার পরেও ভাড়া কমাতে রাজি হননি চালক। প্রতিবাদ করতেই শুরু হয়ে যায় বচসা। রাস্তার মধ্যেই শুরু হয়ে যায় তর্কাতর্কি। প্রতিবাদ করেন এলাকার বেশ কিছু বাসিন্দারাও। সম্প্রতি এমনই এক ছবি দেখা গিয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। 

স্থানীয় সূত্রে খবর, ডোমজুড় থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপিয়া মান্না নামে ওই মহিলা। ডোমজুড়-মুন্সিরহাট রোডের একটি টোটোতে ওঠেন। মহিলার দাবি, গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চালক ওই মহিলাকে বলেন আপনি যেহেতু মোটা তাই আপনাকে ডবল ভাড়া দিতে হবে। কথামতো ওই মহিলাও তা দিতে রাজিও হয়ে যান। কিন্তু, অন্য ব্যক্তি উঠে তার পাশে সিটে স্বাভাবিকভাবে বসলেও চালক বলতে থাকেন দ্বিগুণ ভাড়া দিতেই হবে। প্রতিবাদ করাতেই ঝামেলা শুরু হয়ে যায় বলে খবর। চলন্ত টোটোতেই ব্যাপক কথা কাটাকাটি হয় ওই মহিলা ও চালকের মধ্যে। জগৎবল্লভপুরের পাতিহাল হাটতলা এলাকায় আসতে না আসতেই বিবাদ চরমে ওঠে। রাস্তাতে ব্য়াপক যানজটও তৈরি হয়ে যায়। 

পাপিয়া মান্না বলছেন, “আমি গাড়িতে উঠতেই বলল আপনাকে ডাবল ভাড়া দিতে হবে কারণ আমি মোটা। আমি বললাম আমি তো অসুস্থ, ঠিক আছে তুমি ডাবল ভাড়াই নেবে। মাঝখান থেকে আর একজন উঠল। আমার পাশেই বসল। তারপর ড্রাইভার বলল, উনি উঠলেও আপনাকে ডাবল ভাড়া দিতে হবে। আমি বলি এটা কী কথা! তুমি আমার ডাবল ভাড়া নেবে। ওনারও নেবে, এটা তো ঠিক নয়! এটা বলতেই তর্ক শুরু করে দেয়।” অন্যদিকে ডাবল ভাড়া যে চেয়েছিলেন তা মানছেন চালকও। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours