আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
সোমবার রাস্তায় থাকবে পর্যাপ্ত বাস। পর্যাপ্ত পুলিশ থাকবে পথে। সব সময় নজরদারি চালানো হবে। ট্রাফিক বিভাগ আরও সচল থাকবে। সিভিক ভলান্টিয়র থেকে উচ্চ-পদস্থ পুলিশ আধিকারিক, সকলেই থাকবেন দায়িত্বে।
সোমবার রাস্তায় বামেরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় বার্তা পুলিশের
কলকাতা পুলিশের সাংবাদিক বৈঠক
সোমবার থেকে শুরু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। শনিবারের ঘটনার প্রতিবাদে যাদবপুরে বনধ ডেকেছে বাম ছাত্র-সংগঠনগুলি। উচ্চ-মাধ্যমিক পরীক্ষার দিন এই ধর্মঘট ডাকায় শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে রবিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। লালবাজার স্পষ্ট জানিয়েছে, এই কর্মসূচির বিষয়ে তাদের অফিশিয়ালি পুলিশকে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া মারফত তারা জেনেছে। তারপরও আগামিকাল পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যে কোনও রকম অসুবিধা হবে না, রাস্তায় পর্যাপ্ত পুলিশ থাকবে সেই বিষয়ে জানিয়েছে তারা।
এ দিন এডিজি আইবি ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত অফিসার জাভেদ শামিম বলেন, “আগামিকাল পরীক্ষা আছে। পুলিশ প্রস্তুত আছে। কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আমরা আশ্বাস দিচ্ছি কোনও রকম অসুবিধা হবে না।” আজ লালবাজারের তরফে একটি হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়। পড়ুয়ারা কোনও অসুবিধায় পড়লে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করতে পারবেন। এর পাশাপাশি ১০০ ডায়াল করলেও তাঁরা সাহায্য পাবেন।
সোমবার রাস্তায় থাকবে পর্যাপ্ত বাস। পর্যাপ্ত পুলিশ থাকবে পথে। সব সময় নজরদারি চালানো হবে। ট্রাফিক বিভাগ আরও সচল থাকবে। সিভিক ভলান্টিয়র থেকে উচ্চ-পদস্থ পুলিশ আধিকারিক, সকলেই থাকবেন দায়িত্বে।
অপরদিকে পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা বলেন, “কোন অসুবিধা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা রাজনৈতিক কর্মসূচি করছেন তারা নিশ্চিয়ই মাথায় রাখবেন। কলকাতা পুলিশের এলাকায় ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। কলেজ স্কোয়ার, যাদবপুর সহ বেশ কিছু জায়গায় বিশেষ নজরদারি থাকবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার যাদবপুর বিশ্বিবিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছতেই উত্তেজনা পৌঁছয় চরমে। বাম ছাত্র সংগঠনগুলি ব্রাত্য বসুকে মূর্দাবাদ স্লোগান দেন। তাঁর কনভয় বেরনোর আগে পড়ুয়াদের একাংশ বাধা দেন বলে অভিযোগ। গাড়ির সামনের কাচ মেরে ফাটানো হয়েছে। পাল্টা পড়ুয়াদের দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এক ছাত্রকে। এরই প্রতিবাদে আগামিকাল ধর্মঘট ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলি। তবে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা থাকায় বেড়েছে এই কর্মসূচিকে কেন্দ্রকে দানা বেঁধেছে বিতর্ক।
Post A Comment:
0 comments so far,add yours