বীরভূমের মল্লারপুর থানার ম্যানেজার পাড়ার বাসিন্দা ওই অভিযুক্ত। নির্যাতিতার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে বাড়ির সামনেই খেলছিল। অভিযোগ, তখনই তাকে বাড়ির সামনে থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ।

বাড়ির সামনে থেকে চার বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে 'যৌন নিগ্রহ', ধৃত অভিযুক্ত
এলাকায় চাঞ্চল্য

 চার বছরের এক আদিবাসী শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে এক আদিবাসীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার ম্যানেজার পাড়া গ্রামে। রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ।


বীরভূমের মল্লারপুর থানার ম্যানেজার পাড়ার বাসিন্দা ওই অভিযুক্ত। নির্যাতিতার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে বাড়ির সামনেই খেলছিল। অভিযোগ, তখনই তাকে বাড়ির সামনে থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ।

বাড়ির সামনে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। তখনই বাড়ির পিছনে দেখতে পান তাঁরা। পরিবারের দাবি, শিশুটি ভয়ে চুপ করেছিল। তারপর তার মা জিজ্ঞাসা করতে কেঁদে ফেলে সে। বিষয়টি শিশুটির মা বুঝতে পারলে রাতে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


মঙ্গলবার নির্যাতিতার মেডিক্যাল টেস্টের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours