মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এগিয়ে আসে মাস্কের স্পেসএক্স। সুনীতাদের ফেরাতে রবিবার মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। 

সেই মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা ও বুচ।

সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
ইলন মাস্ককে ধন্যবাদ জানালেন সুনীতারা


ফেরার কথা ছিল আট দিনে। সেটাই হয়ে গিয়েছে ৯ মাস। অবশেষে মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতি উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ইলন মাস্কের স্পেসএক্স। সেজন্য মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেওয়ার আগে মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন দুই মহাকাশচারী।


২০২৪ সালের জুনে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশ স্টেশনে পৌঁছন সুনীতারা। মহাকাশচারীদের নিয়ে মহাকাশ স্টেশনে প্রথমবার পাড়ি দিয়েছিল স্টারলাইনার। আট দিন পর সুনীতাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু, স্টারলাইনারের প্রযুক্তিগত ত্রুটির ফলে ফিরে আসার তারিখ ক্রমশ পিছতে থাকে। শেষপর্যন্ত দুই মহাকাশচারীকে মহাকাশ স্টেশনে রেখেই ফিরে আসে স্টারলাইনার।

শেষপর্যন্ত মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এগিয়ে আসে মাস্কের স্পেসএক্স। সুনীতাদের ফেরাতে রবিবার মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সেই মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা ও বুচ। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরে আসছেন নাসার আরেক নভশ্চর নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours