আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানান কর্মসূচি নামখানায়।
শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি গ্রামে রূপান্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে মহিলাদের নিয়ে একটি র্যালি বের করা হয়। এদিন সারা ব্লক জুড়ে দশ হাজারের বেশি মহিলা এই র্যালীতে হাঁটেন। অপরদিকে নিস্ঠা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটু র্যালী করা হয়।
নামখানা নতুন বাজার থেকে নামখানা কলেজ পর্যন্ত এই র্যালী করা হয়। এই মিছিলে হাঁটেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি শ্রীমন্ত কুমার মালী, নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার। পাশাপাশি নারী দিবসের আয়োজন করা হয় নামখানা থানায়। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো নামখানা থানায়। এদিন মহিলা ফুটবলের আয়োজন করা হয় নামখানা থানার পক্ষ থেকে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours