কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
এই বিষয়ে বৈদ্যবাটি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুণ্ডু জানান, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘোষণার পর থেকেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে বৈদ্যবাটি পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে।
বেলগাছিয়ার ভাগাড়ের ময়লা নিতে প্রস্তুত বৈদ্যবাটি!
বিকল্প ভাগাড়!
হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় পরিবর্তনের বিকল্প খুঁজছে প্রশাসন। এবার প্রস্তুত হুগলি। বৈদ্যবাটি পুরসভার ৫২ একর জায়গা জুড়ে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। সেখানে প্রতদিন ৫০০-৬০০ টন বর্জ্য লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টে লাগে। হাওড়ার বর্জ্য নিতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করছে বৈদ্যবাটি পুর কর্তৃপক্ষ।
হাওড়ার বেলগাছিয়া ভাগাড় নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জটিলতা তৈরি হয়েছে। একদিকে ভাগাড়ের সমস্যা, অন্যদিকে পানীয় জলের সমস্যা, স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ফাটল। সব মিলিয়ে জেরবার এলাকাবাসী।এর মধ্যে পুর মন্ত্রী সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন।
এবার বিকল্প ব্যবস্থা করা হচ্ছে সেই জঞ্জাল সরানোর জন্য। বেলগাছিয়ার ভাগাড়ের পরিবর্তে আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্যবাটিতে। সেখানে প্রায় আড়াইশো মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলার পরই প্রস্তুতি নিতে শুরু করেছে বৈদ্যবাটি পুরসভা।
হুগলির বৈদ্যবাটিতে রয়েছে হুগলি জেলার আঞ্চলিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেখানে শহরের সাতটি পুরসভার কঠিন বর্জ্য পদার্থ থেকে রিসাইক্লিংয়ের মাধ্যমে বিভিন্ন সার ও অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা হয়। পার্শ্ববর্তী জেলা শহর হাওড়ার সমস্যায় এবার পাশে এসে দাঁড়াচ্ছে হুগলির বৈদ্যবাটি। যার ফলে একদিকে সুরাহা পাবে হাওড়া জেলার মানুষ, অন্যদিকে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ডে পড়ে না থেকে সেই বর্জ্য পদার্থকে রিসাইক্লিংয়ের মাধ্যমে কাজে লাগানো হবে। এমনটাই জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে।
এই বিষয়ে বৈদ্যবাটি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুণ্ডু জানান, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘোষণার পর থেকেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে বৈদ্যবাটি পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। কঠিন বর্জ্য পদার্থ, যা এখানে আনা হবে সেই জায়গাও প্রস্তুত করা হয়েছে। প্রায় ৫২ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বৈদ্যবাটির এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। যে পরিকাঠামো এখানে রয়েছে, তা দিয়ে অনেক বেশি পরিমাণ আবর্জনা রিসাইকেল করা যায়। সাতটি পুরসভার আবর্জনা বৈদ্যবাটি প্ল্যান্টে জমা হয়। তাই হাওড়ার আবর্জনা এলেও অসুবিধা হবে না।
হাওড়ার বেলগাছিয়ার আবর্জনার স্তূপ অন্যত্র সরানোর পরিকল্পনা করেছে প্রশাসন। সেক্ষেত্রে প্রথমে বিকল্প হিসাবে ধরা হয়েছিল শিবপুরের আরুপাড়া এলাকায়। সেখানে নতুন ভাগাড় তৈরি করার কথা ভাবা হচ্ছিল। কিন্তু সেখানে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এদিকে, বেলগাছিয়ার ভাগাড়ের ধসে গোটা জেলার ময়লা নেওয়া বিঘ্নিত হচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours