ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে মহাকাশে নেমেছে রকেটটি। নাসা সূত্রে খবর গোটা প্রক্রিয়া এখনও অবধি নিরাপদে সম্পন্ন হয়েছে। ওই মহাকাশযানের দরজা খুলতে সময় লাগবে ১ ঘন্টা।


 সুনীতাদের আনতে পৌঁছে গেল ইলন মাস্কের মহাকাশযান! পৃথিবীতে ফিরছেন কবে?



শীঘ্রই পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তারই সঙ্গে আটকে থাকা বুচ উইলমোরে। গত ন’মাস ধরে তাঁরা আটকে রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএসে। তাঁদের আনতে ১৪ মার্চ ফ্যালকন ৯ রকেটে পাঠানো হয় ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। জানা গিয়েছে, শনিবার ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল রকেট। ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে মহাকাশে নেমেছে রকেটটি। নাসা সূত্রে খবর গোটা প্রক্রিয়া এখনও অবধি নিরাপদে সম্পন্ন হয়েছে। ওই মহাকাশযানের দরজা খুলতে সময় লাগবে ১ ঘন্টা।


প্রসঙ্গত, ন’মাস আগে একটি ৮দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে মহাকাশেই আটকে পড়েন তাঁরা। সুনীতাদের নিয়ে আসতে স্পেসএক্সের ক্রিউ ১০-এ মহাকাশে গিয়েছেন আরও ৪ মহাকাশচারী।

তাঁদের মধ্যে আছেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতারা তাঁদের হাতে দায়িত্ব তুলে দিয়ে ফিরে আসবেন। নিরাপত্তার বিষয়টি ক্ষতিয়ে দেখে তারপর খোলা হবে ক্রিউ-১০-এর দরজা।

সব ঠিক থাকলে ১১টা ১০ মিনিটে মহাকাশযানে ওঠার কথা সুনীতাদের। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার আরেক নভশ্চর নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। কিছুদিন আগে ড্রাগন যানে চড়ে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। সব যদি ঠিক থাকে তাহলে পরিকল্পনা মতো বুধবার ভারতীয় সময় অনুসারে দুপুর দেড়টা নাগাদ সুনীতারা স্পেসএক্সের ক্রিউ-১০-এ চড়ে রওনা দেবে পৃথিবীর উদ্দেশ্যে।

প্রসঙ্গত, গত বছর জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। কথা ছিল ৮ দিনে কাজ সেরে আবার বোয়িং স্টারলাইন মহাকাশ যানে চড়ে ফিরে আসবেন তাঁরা। কিন্তু সেই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ন’মাস সেখানেই থেকে যেতে হয় সুনীতাদের। নাসা সূত্রে খবর আগামী সপ্তাহেই নিরাপদে বিশ্বে ফিরে আসতে পারে সুনীতারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours