আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
বুলেট ট্রেনের কাজ খতিয়ে দেখার জন্যই শনিবার গুজরাটের আহমেদাবাদে যান। আনন্দ বুলেট ট্রেন স্টেশন, যা বিশেষভাবে বুলেট ট্রেনের জন্যই বানানো হয়েছে, সেখানে গিয়ে কাজ খতিয়ে দেখেন।
বুলেট ট্রেনের কাজ দেখতে আনন্দ স্টেশনে রেলমন্ত্রী, শ্রমিকদের সঙ্গে তুললেন সেলফি
শ্রমিকদের সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বুলেট ট্রেনের কাজ কতদূর এগোল, দেখতে রেল স্টেশনেই পৌঁছে গেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শুধু বুলেট ট্রেন (Bullet Train) ও স্টেশনের কাজই খতিয়ে দেখলেন না, একইসঙ্গে বুলেট ট্রেনে কাজ করা শ্রমিকদের সঙ্গেও কথা বললেন। তাদের সঙ্গে মাটিতে বসে গল্প করলেন, তুললেন সেলফি।
বুলেট ট্রেনের কাজ খতিয়ে দেখার জন্যই শনিবার গুজরাটের আহমেদাবাদে যান। আনন্দ বুলেট ট্রেন স্টেশন, যা বিশেষভাবে বুলেট ট্রেনের জন্যই বানানো হয়েছে, সেখানে গিয়ে কাজ খতিয়ে দেখেন। এরপরে তিনি বুলেট ট্রেনে কাজ করা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
মাটিতে বসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। দেশ গঠনে তাদের (শ্রমিক) অবদানের জন্য অভিনন্দন জানান। সেলফিও তোলেন তাদের সঙ্গে। শ্রমিকরা কেন্দ্রীয় রেলমন্ত্রীকে দেখে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন। শ্রমিকরা আপ্লুত হয়ে বলেন, “যখন সরকার ও মন্ত্রীরা আমাদের এত সম্মান করেন, তখন আমরা জান-প্রাণ লাগিয়ে কাজ করব।”
Post A Comment:
0 comments so far,add yours