ঐতিহ্যবাহী কাঁকড়া বুড়ি মায়ের পুজো উদ্বোধন করলেন মথুরাপুর লোকসভা সাংসদ এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী


আজ শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার ঐতিয্যবাহী কাঁকড়া মেলা শুরু হয়েছে। সকাল ৯:৩৫ মিনিটে ঘট উত্তোলন হয় এবং এর পরেই পুজো শুরু হয়। পুজো উদ্বোধন করেন সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। 

এই শীতলা মায়ের পুজো এবছর ৬৭ তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজকে কেন্দ্র করে, বিঘার পর বিঘা জমিতে বসেছে দোকান, চলছে মিলন মেলা। এই পুজো চলবে আগামী ৯ দিন। 

এদিন উপস্থিত ছিলেন সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সীমান্ত কুমার মালি এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবীগণ। 

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours