গঙ্গাসাগরে একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালযয়ে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করা হলো


গঙ্গাসাগরের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তারসাথে বিদ্যালয়ে বসানো হলো সিসি ক্যামেরা। মূর্তির উন্মোচনের পাশাপাশি গুণী ব্যক্তিদের সম্মাননা। ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। 
এর পাশাপাশি এই স্কুলের সিসিটিভি থেকে শুরু করে একাধিক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এদিন এই অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন এই স্কুলের ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যাতে তারা এগিয়ে যায় সেই লক্ষ্যে দুটো কম্পিউটার স্কুলের জন্য দেবেন।

আজকের এই অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন, সাগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, উপপ্রধান হরিপদ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। 


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours