কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
১৬ দিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাঘেল ক্ষমতায় থাকাকালীন মদ দুনীর্তি এবং সেখানে আর্থিক তছরুপের মামলার তদন্তেই অভিযান চালিয়েছিল ইডি। আজ এবার হানা সিবিআইয়ের।
ইডির পর এবার সিবিআই, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িই যেন 'দ্বিতীয় ঠিকানা' তদন্তকারীদের!
ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি।
প্রথমে ইডি, এখন সিবিআই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঘনঘন হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। আজ, বুধবার সকালেই ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও তাঁর ছেলে চৈতন্যের বাড়িতে হানা দেয় সিবিআই। রায়পুর ও ভিলাইয়ের বাড়িতে তল্লাশি চলছে। এছাড়াও রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই।
১৬ দিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাঘেল ক্ষমতায় থাকাকালীন মদ দুনীর্তি এবং সেখানে আর্থিক তছরুপের মামলার তদন্তেই অভিযান চালিয়েছিল ইডি। আজ এবার হানা সিবিআইয়ের। তবে কোন মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি সিবিআই।
এদিকে, কংগ্রেস নেতার টিমের তরফে এক্স মাধ্যমে পোস্ট করে লেখা হয়, “এবার সিবিআই এল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের আজ দিল্লি যাওয়ার কথা ছিল ড্রাফ্টিং কমিটির বৈঠকে অংশ নিতে। তার আগে সিবিআই তাঁর রায়পুর ও ভিলাইয়ের বাসভবনে হাজির হল।”
কংগ্রেসের তরফেও বিবৃতি দিয়ে সুশীল আনন্দ শুল্কা বলেছেন, “বিজেপির মোদী সরকার কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই পাঠিয়েছে”। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী টিএস দেও-ও একই সুরে বলেছেন, “এজেন্সি লাগাতার হেনস্থা করছে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ভূপেশজির ভাবমূর্তি নষ্ট করার ব্যর্থ চেষ্টা এটা বিজেপির। রাজ্যের বিজেপি সরকার প্রমাণ করছে যে তারা রাজ্য চালাতে ব্যর্থ, তাই এই ধরনের ইস্যু তৈরি করে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর চেষ্টা করছে। প্রথমে ইডি, তারপর সিবিআই, তদন্তকারী সংস্থাগুলি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে।”
Post A Comment:
0 comments so far,add yours