সরকার কি ঘুরপথে নির্বাচনী বন্ড ফেরাতে চাইছে?’, নতুন বিলের ধারা তুলে প্রশ্ন মহুয়ার
শিবরাজের উত্তর শুনেই রেগে আগুন কল্যাণ, ‘ক্রিমিনাল কেস’ করার পরামর্শ সাংসদের
নাশপাতি ৩৫০, বেদানা ২২০, ফলে হাত ঠেকানোই দায়, কলকাতার বাজারে ক্রেতারা কী বলছেন
রাহুলের মতোই পরিণতি পন্থের? LSG মালিক-ক্যাপ্টেনের ভিডিয়ো ভাইরাল হতেই বিরাট শোরগোল
শুধুই ভারত নয়, ব্রিটেনেরও নাগরিক রাহুল? কেন্দ্রকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ আদালতের
এদিন আদালত কক্ষে সরকারি আইনজীবী ও অভিযুক্তের আইনজীবী একজন জামিনে পক্ষে। অপরজন বিপক্ষে জোরালো সওয়াল জবাব করতে ব্যস্ত। আচমকাই বিচারকের মন্তব্য, "আমরা পিসি জেসি নিয়ে আলোচনা করছি। ওর মুখ দেখুন। ও খুশি যে ও যা করেছে সেটার জন্য।"
কোহলির মতো হওয়ার চেষ্টা করো' গ্রেফতার হওয়া বিরাটের ফ্যানকে বললেন বিচারক
ঋতুপর্ণ পাখিরা
ফেন্সিং টপকে সকলের নজর এড়িয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলির কাছে। বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে তোলা হয় আদালতে। ছোটো বেলা থেকে ঋতুপর্ণর স্বপ্ন ছিল বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করার। আদালতে বিচারকের প্রশ্নের জবাবে অকপটে এমনটাই বললেন, কোহলির ফ্যান ঋতুপর্ণ। যা শুনে পাল্টা বিচারকের মন্তব্য, “এটা কারও স্বপ্ন হতে পারে?ভবিষ্যতে বিরাটের মতো হওয়ার চেষ্টা করো।”
শনিবার সন্ধ্যায় ইডেনে আইপিএল এর ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে গ্রেফতার হয় বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। এদিন আদালতে তোলা হলে সরকারি আইনজীবী সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন করেন।।
সরকারি আইনজীবী: অভিযুক্ত বিরাট কোহলিরকে এম্বারেস করা হয়েছে।
বিচারক: আপনি বলছেন বিরাটকে এম্বারেস করেছে। সেটা কোথায় লেখা? বিরাটের নাম কোথায়?
পিপি: ভিডিয়োতে আছে।
বিচারক: সেটা সিজ করেছে?
পিপি: আমাদের পিসি দরকার। অনেকের নাম উঠে আসছে। বন্ধুরা উসকানি দিচ্ছিল বলেই জানতে পেরেছি। জামিন পেলে ভবিষ্যতে আরও অনেকে একে দেখে একই কাজ করতে পারে। কী ঘটাতে পারত কেউ যানে না। খেলওয়ারদের জীবনের ঝুঁকি হতে পারে। আইন ভঙ্গ করেছে।
অভিযুক্তের আইনজীবী: একটি জামিনযোগ্য ধারা। একটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। তার মধ্যে ‘ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাইয়ের’ কথা বলা হয়েছে। কোনও রকম ধাক্কা দেয়নি। অভিযোগপত্রে কোথাও সে ধরনের কিছু উল্লেখ নেই। কোনও নোটিস দেওয়া হয়নি। সাত বছরের নিচের সাজা হয় এমন মামলাতে নোটিস দেওয়ার, সেটাও করা হয়নি। জামিনের আর্জি জানানো হয়।
এদিন আদালত কক্ষে সরকারি আইনজীবী ও অভিযুক্তের আইনজীবী একজন জামিনে পক্ষে। অপরজন বিপক্ষে জোরালো সওয়াল জবাব করতে ব্যস্ত। আচমকাই বিচারকের মন্তব্য, “আমরা পিসি জেসি নিয়ে আলোচনা করছি। ওর মুখ দেখুন। ও খুশি যে ও যা করেছে সেটার জন্য।”
একপরেই বিচারক ধৃতের কাছে জানতে চান কেন করলে এমন?
ঋতুপর্ণ: ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল বিরাট কোহলির পা ধরে প্রণাম করব।।
বিচারক: এটা কারও স্বপ্ন হয়! বিরাটের মতো হওয়ার স্বপ্ন দেখ।
Post A Comment:
0 comments so far,add yours