কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
বাংলা সিনেমার স্বর্ণযুগ নিয়ে নানা গল্প নানা সময়ে লেখা হয়, তবে সেই সময়ে সিনেমা পাড়ার নানা অজানা গল্প লিখে গেছেন পরিচালক তরুণ মজুমদার। উত্তম কুমার বাঙালির ম্যাটিনি আইডল । তাঁকে নিয়ে ছবি করার বাসনা নিয়ে বহু প্রযোজক পরিচালক অভিনেতারা বসে থাকতেন।
তরুণ মজুমদার সিনেমা থেকে বাদ দিয়েছিলেন উত্তম কুমারকে, আর তারপরের ঘটনা জানলে বুঝবেন কেন তিনি উত্তম
বাংলা সিনেমার স্বর্ণযুগ নিয়ে নানা গল্প নানা সময়ে লেখা হয়, তবে সেই সময়ে সিনেমা পাড়ার নানা অজানা গল্প লিখে গেছেন পরিচালক তরুণ মজুমদার। উত্তম কুমার বাঙালির ম্যাটিনি আইডল । তাঁকে নিয়ে ছবি করার বাসনা নিয়ে বহু প্রযোজক পরিচালক অভিনেতারা বসে থাকতেন। তবে তাঁকেও ছবি থেকে বাদ পড়তে হয়েছে। কথাটা শুনেই নিশ্চিত রে-রে করে তেড়ে আসতেই পারেন, তবে যাঁকে নিয়ে এই উক্তি তাঁর গল্প শুনলে অবাক হবেন সবাই।
সেই সময় তরুণ মজুমদার ‘পলাতক’ ছবির চিত্রনাট্য লিখেছেন সবে, তবে ঐ রকম বাউণ্ডুলে চরিত্র কাকে দিয়ে করবেন ভাবছেন সেই সময়, সিনে ইন্ডাস্ট্রির একজন খবর দিলেন, থিয়েটার পাড়ায় একটি ছেলে রয়েছে যাঁকে মূলত সবাই কমেডিয়ান হিসেবেই ব্যবহার করে। নাম অনুপ কুমার। তবে ছবির প্রযোজক ঠিক হয়নি। প্রসঙ্গত ভাল গল্পের জন্য প্রযোজকের আকাল সবসময়ই ছিল মনে হয়।
যাই হোক এবার আসল বিষয় , ছায়াবাণী প্রযোজনা সংস্থার কর্ণধার অসিত চৌধুরি তরুণ মজুমদারের পলাতক ছবির গল্প শুনতে ডেকে পাঠালেন। তরুণ মজুমদার যখন অফিস পৌঁছন দেখেন উত্তম কুমার বসে আছেন। তরুণ মজুমদার একটু অবাক হলেও উত্তম বাবুর সঙ্গে তার দারুণ সম্পর্ক বলে শুরু করলেন চিত্রনাট্য পড়া। চিত্রনাট্য শুনে বাহবা দিয়ে বিদায় নিলেন উত্তম কুমার। এর কয়েকদিন পরেই প্রযোজক অসিত চৌধুরী ফোন করে জানালেন, ছবিটি তিনি প্রযোজনা করছেন এবং ছবির প্রধান চরিত্রে উত্তম কুমার করবেন। তবে এই কথা শুনে তরুণ মজুমদার বিপদে পড়ে যান, কারণ তিনি এই চরিত্রের জন্য অনুপ কুমারকে ভেবে রেখেছেন। উত্তম কুমার নয়। অবশেষে তিনি নানা দিক ভেবে ঠিক করেন উত্তম কুমারের কাছেই তিনি যাবেন, সেই মত তিনি পৌঁছন নিউথিয়েটার স্টুডিও। সেখানেই মেকআপ রুমের সামনে কাচের গ্লাসে চা খাচ্ছেন উত্তম কুমার। উত্তম কুমারকে তরুণ মজুমদার বলেন, একটু কথা আছে কিছু সময় দরজা বন্ধ করে বসা যায়? উত্তম কুমার নিজেই দরজায় ছিটকিনি দিলেন। এর পর সবটা বুঝিয়ে বললেন তরুণ মজুমদার। তবে উত্তম কুমার তরুণ মজুমদারের কাঁধে হাত রেখে বললেন, আমি বুঝিয়ে বলবো আপনি ভাববেন না।
এর পর বেশ কিছু জল গঙ্গা দিয়ে বয়ে চলে গিয়েছে। পরবর্তী সময়ে ‘যাত্রীক’ অর্থাৎ তরুণ মজুমদার, দিলীপ মুখোপাধ্যায় ও শচিন মুখোপাধ্যায় এই তিনজন এর পরিচালনায় তৈরি হয় ‘পলাতক’। এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যায় অনুপ কুমারকে। পরবর্তী সময়ে এই ছবির হিন্দি রিমেক হয় ‘রাহগির’ নামে।
তবে তরুণ মজুমদার তাঁর সিনেমা পাড়া দিয়ে বইতে লিখেছেন, উত্তম কুমারের মত এত বড় অভিনেতা অনায়াসে সহজ করে নিয়েছেন পরিস্থিতি। তাঁর বাদ পড়াতে এতটুকু খারাপ হয়নি তাঁদের সম্পর্ক। তরুণ মজুমদার আরও লেখেন অনেকেই বাংলা ছবির এই তারকাদের এই দিকগুলো জানেন না। ভালো অভিনেতার পাশাপাশি বড় একটা হৃদয় ছিল তাঁর। তাই তো মহানায়ক।
Post A Comment:
0 comments so far,add yours