শুভঙ্কর মুখোপাধ্যায় নামে কালিন্দী এলাকার এক বাসিন্দা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেখানে তিনজনকে চিহ্নিত করে পুলিশ। এরপরই লেকটাউন থানার তদন্তকারী আধিকারিকরা সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি পলাশ দাশকে নোটিস পাঠিয়ে ডেকে পাঠান।


ক্রিমিনাল ব্রাত্য', 'ওয়ান্টেড' পোস্টার পড়তেই থানায় তলব সিপিএমের বড় নেতাকে
সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা সাধারণ সম্পাদক পলাশ দাস


শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পোস্টার। সেইসব পোস্টারে লেখা ছিল, ‘ব্রাত্য বসু ওয়ান্টেড ক্রিমিনাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পলাতক। সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দিন।’ আর এই পোস্টার নিয়ে এবার সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা সাধারণ সম্পাদক পলাশ দাসকে জিজ্ঞাসাবাদ করল লেকটাউন থানার পুলিশ। মঙ্গলবার পলাশ দাসকে প্রায় ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়।


ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে গত ১ মার্চ উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গত ৭ মার্চ শিক্ষামন্ত্রীর বাড়ির অদূরে কালিন্দী এলাকায় একাধিক পোস্টার দেখা যায়। সেইসব পোস্টারে লেখা ছিল, ‘ব্রাত্য বসু ওয়ান্টেড ক্রিমিনাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পলাতক। সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দিন।’

এসএফআইয়ের তরফে এইসব পোস্টার দেওয়া হয় বলে অভিযোগ। সেইসব পোস্টার নিয়ে শুভঙ্কর মুখোপাধ্যায় নামে কালিন্দী এলাকার এক বাসিন্দা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেখানে তিনজনকে চিহ্নিত করে পুলিশ। এরপরই লেকটাউন থানার তদন্তকারী আধিকারিকরা সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি পলাশ দাসকে নোটিস পাঠিয়ে ডেকে পাঠান।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours