আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
১১৭ নং জাতীয় সড়কের পাশে সরকারি জমিতে অবৈধ দখলদারি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, জানিয়ে দিলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ
প্রধানত দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত ১১৭ নম্বর জাতীয় সড়ক। কয়েক দশক ধরে এই ১১৭ নম্বর জাতীয় সড়ক কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার শহরতলীগুলিকে আরো অনেক কাছে নিয়ে এসেছে।
প্রায় ১৩৭ কিলোমিটার দীর্ঘ। ১১৭ নং জাতীয় সড়ক পশ্চিমবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি সম্পূর্ণরূপে রাজ্যের মধ্যে অবস্থিত এবং এটি পশ্চিমবঙ্গে অবস্থিত তিনটি জেলা হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনাকে সংযুক্ত করে। এটি হাওড়ার নিব্রার কাছে জাতীয় সড়ক ৬ থেকে শুরু হয়ে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় শহর বকখালিতে শেষ হয়। এটি একটি চার লেনের মহাসড়ক যা দক্ষিণ ২৪ পরগনায় দুই লেনে পরিণত হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার অবস্থিত ১১৭ নম্বর জাতীয় সড়কে দিনদিন বাড়ছে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনাও। প্রধানত বকখালি থেকে নামখানা, কাকদ্বীপ হয়ে ডায়মন্ড হারবারের ওপর দিয়ে আমতলা হয়ে জোকার ওপর দিয়ে কলকাতা প্রবেশ করছে এই ১১৭ নং জাতীয় সড়ক।
সড়ক পরিষ্কার ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে এই প্রচার চালাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিছুদিন আগে এই প্রচার কাকদ্বীপেও একটি টোটো গাড়িতে করে মাইকিং প্রচার করে জানানো হয়েছিল। আজ বকখালীতে এই একই প্রচার করা হচ্ছে। এই প্রচারের মাধ্যমে জানানো হচ্ছে যে সমস্ত জনসাধারণ মানুষ ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে সরকারি জমিতে অবৈধ দখলদারি করে আছেন অবিলম্বে ওই জমি দখল মুক্ত করতে হবে। যারা দখল করে বসে আছেন তাদেরকে দখলমুক্ত করার জন্য নির্দেশ করা হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে। এছাড়াও কিছু অ-অনুমোদিত নির্মাণ সামগ্রীর ব্যবসা শুধু রাস্তার পাশে পরিচালিত হচ্ছে তা নয়, বরং পণ্য নামানো ও তোলার সময় রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যার ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই ধরনের কারণগুলির জন্য দুর্ঘটনাও ঘটছে।
তাই সড়ক পরিষ্কার ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মারফত মাইকিং প্রচার করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours