ফেসবুকে পুরীর একটি জনপ্রিয় হোটেলের বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন তিনি। ওপার থেকে ফোন ধরে ঘর বুকিং-এর বিষয়ে কথা বলেন কেউ।

ফেসবুকে পুরীর একটি জনপ্রিয় হোটেলের বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন তিনি। ওপার থেকে ফোন ধরে ঘর বুকিং-এর বিষয়ে কথা বলেন কেউ। রুম বুক করার জন্য ১৪০০০ টাকা পাঠাতে বলা হয়। সেই মতো টাকা পাঠিয়েও দেন বারাসতের ওই বাসিন্দা। ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়েছিল। কিন্তু NEFT করে সেই টাকা পাঠান প্রশান্ত বাবু। এরপরই ঘটে কেলেঙ্কারি।

বারবার যোগাযোগ করা হলে ওপার থেকে বলা হয়, টাকা পায়নি তারা। তারা দাবি করে, টাকা পাঠাতে গেলে ইউপিআই-এর মাধ্যমেই পাঠাতে হবে। এরপর ওদিক থেকে জানানো হয়, যদি এই ১৪ হাজার টাকা তাদের কাছে আসে তাহলে তারা ফেরত দিয়ে দেবে।

তখনই টনক নড়ে প্রশান্তর। তিনি বুঝতে পারেন, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এরপর প্রশান্ত প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্ত বাবু। বারাসাত থানায় অভিযোগ দায়ের হওয়ার পর সাইবার ক্রাইমের মাধ্যমে তদন্ত হয় ও উদ্ধার হয় ১৪০০০ টাকা। প্রশান্ত বাবুকে ডেকে তাঁর অ্যাকাউন্টে ওই টাকা ফিরিয়ে দিয়েছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours