ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা! বচ্চন পরিবারে বড় অঘটন
চিনের মতো যে কেউ পিটিয়ে দিয়ে যাবে’, দা কেনার ব্যাখ্যা দিলেন দিলীপ
মাঠে নামার আগেই বড় ধাক্কা KKR-এ, তারকাকেই পাচ্ছে না নাইটরা
রেল লাইনের পাশে চালু রাস্তা হঠাৎই কেটে বন্ধ করে দেওয়া হলো ক্ষিপ্ত এলাকাবাসীরা।
কন্টেনার গাড়িতে মাদক পাচারের ছক, বাজেয়াপ্ত কেজি কেজি মাদক
ফেসবুকে পুরীর একটি জনপ্রিয় হোটেলের বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন তিনি। ওপার থেকে ফোন ধরে ঘর বুকিং-এর বিষয়ে কথা বলেন কেউ।
ফেসবুকে পুরীর একটি জনপ্রিয় হোটেলের বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন তিনি। ওপার থেকে ফোন ধরে ঘর বুকিং-এর বিষয়ে কথা বলেন কেউ। রুম বুক করার জন্য ১৪০০০ টাকা পাঠাতে বলা হয়। সেই মতো টাকা পাঠিয়েও দেন বারাসতের ওই বাসিন্দা। ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়েছিল। কিন্তু NEFT করে সেই টাকা পাঠান প্রশান্ত বাবু। এরপরই ঘটে কেলেঙ্কারি।
বারবার যোগাযোগ করা হলে ওপার থেকে বলা হয়, টাকা পায়নি তারা। তারা দাবি করে, টাকা পাঠাতে গেলে ইউপিআই-এর মাধ্যমেই পাঠাতে হবে। এরপর ওদিক থেকে জানানো হয়, যদি এই ১৪ হাজার টাকা তাদের কাছে আসে তাহলে তারা ফেরত দিয়ে দেবে।
Post A Comment:
0 comments so far,add yours