সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভারতীয় টিমকে ভালো পারফর্ম করতে দেখা যায়নি। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই পরিস্থিতির জন্য প্রশ্ন তুলেছেন রোহিত শর্মার উপর।


 রোহিতকেই দায়িত্ব নিতে হবে... হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে... হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?


কয়েকদিন আগে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন বানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ বার জাতীয় দলের ডিউটি থেকে কয়েকদিনের বিরতি। এই সময়টায় চলবে আইপিএল। এরই মাঝে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন বর্তমান টেস্ট ও ওডিআই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার উপর। টেস্টে ভারতের বর্তমান অবস্থা দেখে খুশি নন মহারাজ। যে কারণে প্রশ্ন তুলেছেন।


আসলে গত ৫ মাসে টিম ইন্ডিয়া ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। তাতে ভারতের জয় মাত্র ৩টিতে। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়ার টেস্টে এই অবনতি দেখে সৌরভ খানিক অবাকের সুরে বলেছেন, “গত ৪-৫ বছরে লাল বলের ক্রিকেটে ওর পারফরম্যান্স আমাকে অত্যন্ত অবাক করেছে। ও অসাধারণ প্লেয়ার। আরও অনেক ভালো পারফর্ম করতে পারে ও। ইংল্যান্ডের বিরুদ্ধে যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ হবে, সেটা কঠিন হতে চলেছে। অস্ট্রেলিয়ার মতোই কঠিন হবে টেস্ট খেলা। বল সিমে পড়ে নড়াচড়া করবে। সুইং করবে। লাল বলে রোহিতকে তাই ভালো পারফর্ম করতে হবে। সাদা বলের ক্রিকেটে ও অন্যতম সেরা।”

ভারতীয় টেস্ট টিম যেন ঘুরে দাঁড়ায়, সেদিকে নজর দিতে হবে রোহিতকে। একথাই উল্লেখ করেছেন মহারাজ। তিনি বলেন, “সাদা বলের ক্রিকেটে ভারতকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে রোহিত, তা দেখে আমি একটুও অবাক নই। আমি জানি না ও টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যাবে কিনা, তবে এটা বলতে চাই লাল বলের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে হলে ওকে দায়িত্ব নিতে হবে। এই সময় লাল বলের ক্রিকেটে ভারত ভালো জায়গায় নেই। আর আমার মনে হয় সেদিকে নজর দেওয়া উচিত।”



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours