ওই ব্যক্তির নাম ইয়াসিন লস্কর। তিনি বাসন্তির ছ'নম্বর সোনাখালি গ্রামের বাসিন্দা। তাঁরই জালে আটকে যায় সাপটি। সোজা তাঁকে ধরে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে হাজির হন ইয়াসিন। এর জেরেই চাঞ্চল্য ছড়ায়।


এক হাতে মেরেছিল ছোবল, আর এক হাতে সেই সাপকেই ধরে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধ
ক্যানিংয়ে হাতে সাপ নিয়ে হাজির বৃদ্ধ


জালে আটকেছিল একটি ছিল সাপ। তারপর জাল ছাড়াতে গেলে হাতে কামড় বসায় সেটি। আর সাপে কাটা সেই হাতেই সাপটি ধরে হাসপাতালে হাজির হলেন ওই ব্যক্তি। হুলস্থুল পড়ে গেল হাসপাতাল চত্বরে।


ওই ব্যক্তির নাম ইয়াসিন লস্কর। তিনি বাসন্তির ছ’নম্বর সোনাখালি গ্রামের বাসিন্দা। তাঁরই জালে আটকে যায় সাপটি। সোজা তাঁকে ধরে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে হাজির হন ইয়াসিন। এর জেরেই চাঞ্চল্য ছড়ায়। অবশেষে চিকিৎসকের পরামর্শে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃদ্ধকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্পরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, “শীতের শেষ বসন্তের শুরু। এখনও সেইভাবে গরম শুরু হয়নি। প্রতিদিন প্রতিনিয়ত সাপে কাটা রোগী আসছে। সকলের ধারণা যে সাপে কেটেছে সেই সাপকে নিয়ে আসতে হবে বা মরা সাপকে নিয়ে আসতে হবে এত ডাক্তারবাবুর রোগ নির্নয়ে সুবিধা হয়। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। হাসপাতালে আসুন। চিকিৎসককে দেখান। দেখবেন একশো ভাগ থেকে একশো ভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours