আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
ঘর ভর্তি লোকের সামনে যখন বলিউডের জনপ্রিয় পরিচালক তাঁর শরীর নিয়ে মারাত্মক মন্তব্য করেন, তখন পায়ের থেকে যেন মাটি সরে গিয়েছিল নীনার!
এত ছোট স্তনে কাজ হবে না আমার! নীনাকে এ কথা বলার পর কী করেছিলেন সুভাষ ঘাই?
ব্যাপারটা যে এমন ঘটবে তা আগে থেকে আন্দাজও করতে পারেননি বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। কিন্তু ঘর ভর্তি লোকের সামনে যখন বলিউডের জনপ্রিয় পরিচালক তাঁর শরীর নিয়ে মারাত্মক মন্তব্য করেন, তখন পায়ের থেকে যেন মাটি সরে গিয়েছিল নীনার! ফ্লোরেই কেঁদে ফেলেছিলেন নীনা। অন্যদিকে সুভাষ ঘাইয়ের একটু অনুতপ্ত নন।
কাণ্ডটা একটু বিশদে বলা যাক বরং। সালটা ১৯৯৩। মুক্তি পায় মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, জ্য়াকি শ্রফ অভিনীত খলনায়ক। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। আর বিতর্ক উঠেছিল এই ছবি আইটে নম্বর চোলি কে পিছে ক্য়ায়া হ্যায় গান নিয়ে। এই গানে মাধুরী ছাড়াও পারফর্ম করেছিলেন নীনা গুপ্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের মেকিং নিয়ে এক গল্প ফাঁস করেন নীনা। যা শুনলে আঁতকে উঠতে হয়। নীনা জানান, ”শুটিং শুরুর আগে মহড়া চলছিল নাচের। হঠাৎ সুভাষ ঘাই আমাকে আলাদা রুমে ডাকলেন। সুভাষ বললেন, ক্য়ামেরার সামনে দেখলাম। তোমার স্তনগুলো খুব ছোটো। এতে আমার কাজ হবে না। তাই স্তন বড় দেখানোর জন্য এক্স্ট্রা প্যাড ব্যবহার করতে হবে। না হলে এই আইটেম থেকে সরে যেতে হবে। আমি খুব অবাক হয়েছিলাম। তবে নিজেকে কন্ট্রোল করে ছিলাম। কিন্তু ভেঙে পড়ি যখন, গোটা শুটিং ফ্লোরের সামনেই এই একই মন্তব্য করেন সুভাষ। সবার সামনে কেঁদে ফেলেছিলাম। পরে বাধ্য হয়েছিলাম, এক্স্ট্রা প্যাড পরার জন্য।”
Post A Comment:
0 comments so far,add yours