ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০০২ সালের আগে গুজরাটে আড়াইশোর বেশি হিংসার ঘটনা ঘটে।
সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়মিত হত। ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, এমনকি, ছোটখাটো মোটরবাইকের সংঘর্ষ নিয়েও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটত। ১৯৬৯ সালে প্রায় ৬০ দিন ধরে হিংসা জারি ছিল।
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
গুজরাট হিংসা নিয়ে কী বললেন নরেন্দ্র মোদী?
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি। গুজরাটের গোধরা রেলস্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মৃত্যু হয়েছিল ৫৯ জনের। সেই ঘটনার জেরে হিংসা ছড়িয়েছিল গুজরাটে। রবিবার মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় ২৩ বছর আগের সেই ঘটনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া তিন ঘণ্টার সাক্ষাৎকারে গুজরাট হিংসা নিয়ে প্রশ্নের জবাব দেন মোদী। সবরমতী এক্সপ্রেসের ঘটনাকে অকল্পনীয় দুঃখজনক ঘটনা বললেন। তেমনই তারপর যে হিংসা ছড়িয়েছিল, সেই ঘটনাও প্রত্যেকের কাছে দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০০২ সালের আগে গুজরাটে আড়াইশোর বেশি হিংসার ঘটনা ঘটে। সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়মিত হত। ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, এমনকি, ছোটখাটো মোটরবাইকের সংঘর্ষ নিয়েও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটত। ১৯৬৯ সালে প্রায় ৬০ দিন ধরে হিংসা জারি ছিল।
Post A Comment:
0 comments so far,add yours