কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
বসিরহাটের নতুন বাজার এলাকার ঘটনা। বসিরহাট হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ইতিমধ্যেই পুলিশ আটক করেছে আকাশকে।
গোপন কম্মের কথা জেনে ফেলেছিলেন কাকিমা, তাই রাতের অন্ধকারে একা পেয়েই...
কাকিমাকে খুনের চেষ্টা
স্ত্রী নিয়ে সংসার বসিরহাটের আকাশ নন্দীর। কিন্তু গোপনে ভালই চলছিল অন্য় সম্পর্ক। বাড়িতে কাউকে না জানিয়েই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আকাশ। এমনটাই জানাচ্ছেন আত্মীয়-পরিজনেরা। তবে সেই সম্পর্কের জেরে যে এমন পরিস্থিতি তৈরি হবে, তা বুঝতে পারেননি তাঁরা। রাতের অন্ধকারে একেবারে রক্তারক্তি কাণ্ড।
বসিরহাটের নতুন বাজার এলাকার ঘটনা। অভিযোগ, কাকিমা অসীমা নন্দীকে একা পেয়ে ধারাল অস্ত্রের পরপর কোপ চালিয়েছে ভাসুরের ছেলে আকাশ নন্দী। বসিরহাট হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ইতিমধ্যেই খুনের চেষ্টার অভিযোগে পুলিশ আটক করেছে আকাশকে।
কেন কাকিমাকে এভাবে খুনের চেষ্টা করল আকাশ? খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রতিবেশীদের দাবি, অসীমা নন্দী তাঁর ভাসুরের ছেলে আকাশের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি তিনি সে কথা জানিয়েও দেন আকাশের বাবা, মা ও স্ত্রীকে। স্বাভাবিকভাবেই এই খবর জানাজানি হওয়ায় বাড়ির মধ্যে অশান্তি বাড়ে।
প্রতিবেশীদের অভিযোগ, আকাশ নন্দী বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি তাঁর কাকিমা অসীমা নন্দী জেনে ফেলেন। সেটা সবাইকে জানিয়ে দেওয়াটাই কাল হয়ে যায়। অভিযোগ, সোমবার রাতে স্বামীহারা অসীমা নন্দীকে একা পেয়ে আকাশ নন্দী ধারাল অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। প্রতিবেশীরা কোনও ক্রমে উদ্ধার করেন তাঁকে।
Post A Comment:
0 comments so far,add yours