সরকার কি ঘুরপথে নির্বাচনী বন্ড ফেরাতে চাইছে?’, নতুন বিলের ধারা তুলে প্রশ্ন মহুয়ার
শিবরাজের উত্তর শুনেই রেগে আগুন কল্যাণ, ‘ক্রিমিনাল কেস’ করার পরামর্শ সাংসদের
নাশপাতি ৩৫০, বেদানা ২২০, ফলে হাত ঠেকানোই দায়, কলকাতার বাজারে ক্রেতারা কী বলছেন
রাহুলের মতোই পরিণতি পন্থের? LSG মালিক-ক্যাপ্টেনের ভিডিয়ো ভাইরাল হতেই বিরাট শোরগোল
শুধুই ভারত নয়, ব্রিটেনেরও নাগরিক রাহুল? কেন্দ্রকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ আদালতের
মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী মুসকান রাস্তোগী এবং প্রেমিক সাহিল শুল্কা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই সৌরভকে এত নৃশংসভাবে খুন করে দুইজন।
'গুণধর' মুসকান বদলে দিয়েছিল সৌরভের প্রেসক্রিপশনও, ঠিক কবে থেকে প্ল্যান করেছিল স্বামীকে কুচি কুচি করার?
ধৃত মুসকান। পাশে সৌরভ। এই ড্রামেই ভরে রেখেছিল তাঁকে।
মুসকানের কীর্তি যেন শেষই হচ্ছে না। মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে খুন করেছিল প্রেমিকের সাহায্যে। তারপর তার দেহ ১৫ কুচি করে ড্রামে ভরে সিমেন্ট ঢেলে দিয়েছিল। স্বামীর মৃতদেহ বাড়িতে রেখেই প্রেমিকের সঙ্গে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিল অভিযুক্ত মুসকান। এবার তাঁর আরও এক কীর্তি সামনে। স্বামীকে মারার জন্য প্রেসক্রিপশন বদলে ঘুমের ওষুধও কিনে এনেছিল সে। পুলিশি তদন্তে জানা গেল সেই তথ্য।
মিরাটের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী মুসকান রাস্তোগী এবং প্রেমিক সাহিল শুল্কা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই সৌরভকে এত নৃশংসভাবে খুন করে দুইজন।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে থেকেই সৌরভকে খুন করার পরিকল্পনা করেছিল মুসকান ও সাহিল। মার্চ মাসে সৌরভ যখন আসে, তার আগে মুসকান স্থানীয় একটি ওষুধের দোকান থেকে অ্যান্টি-ডিপ্রেসেন্ট ওষুধ কিনে এনেছিল। কিন্তু প্রেসক্রিপশন পেল কোথা থেকে? দোকানদার জানিয়েছেন, মোবাইলে প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে ঘুমের ওষুধ বা অ্যান্টি-ডিপ্রেসেন্ট কিনেছিল। পুলিশ ওই দোকানের বিগত দুই বছরের রেকর্ড খতিয়ে দেখছে যে আগেও এই ওষুধ কিনেছিল নাকি মুসকান।
জানা গিয়েছে, সেই প্রেসক্রিপশন আসলে সৌরভেরই ছিল। তাঁর প্রেসক্রিপশন বদল করেই ওষুধ কিনেছিল মুসকান।
ইতিমধ্যেই সৌরভের ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অবচেতন অবস্থায় সৌরভকে বুকে তিনবার কোপ মারে মুসকান। ছুরির আঘাতে তাঁর হৃৎপিন্ড এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। এরপর একে একে সৌরভের হাত, পা টুকরো করে সাহিল ও মুসকান। তারপর সেই দেহ ড্রামে ভরে সিমেন্ট ঢেলে সিল করে দেয়।
Post A Comment:
0 comments so far,add yours