আজ থেকেই শুরু হলো ঐতিহ্যবাহী কাকঁড়া বুড়ি মায়ের পুজো ও মিলন মেলা

নামখানার ঐতিহ্যবাহী কাকঁড়া বুড়ি মায়ের পুজো ও মিলনমেলা এইবছর ৬৭ তম বছরে পদার্পণ করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের শিবনগর আবাদ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এক কথায় ঐতিহ্যবাহী কাকঁড়া বুড়ি মন্দির নামে সকলের কাছে পরিচিত। 

প্রতিবছর অষ্টমী তিথিতে এই পূজাটি শুরু হয়। নামখানার ঐতিহ্যবাহী কাকঁড়া বুড়ি মায়ের পুজোর ঘট উত্তোলনের সময় একটি বিশেষ আকর্ষণ রয়েছে, যত সময় না আকাশে চিল উড়বে এবং নদীতে কাঁকড়া দেখা দেবে তত সময় মায়ের ঘট উত্তোলন হবে না, এই বছর মায়ের ঘট উত্তোলনের সময় চিল ও কাঁকড়া দেখা দিয়েছে বলে জানিয়েছে ওই পুজো কমিটির সহ-সম্পাদক বিদ্যুৎ কুমার দিন্দা। পূজোর দিন প্রায় শত কড়া খিচুড়ি,মায়ের ভোগ হিসাবে সবাইকে বিতরণ করা হয়। 
এই পুজোকে ঘিরে ওই মন্দিরের সামনে বড় মেলা বসে, মেলাতে যেমন নাগরদোলা, ড্রাগন ট্রেন, মরণ কূপ, ওয়াটার বোটিং ম্যাজিক ,এবং বিভিন্ন খাওয়ার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান ও প্রচুর ফার্নিচারের দোকান বসেছে। প্রায় ৮ থেকে ১০ দিন ধরে চলবে এই মেলা,এই মেলা দেখার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমান নামখানার ঐতিহ্যবাহী কাকঁড়া বুড়ি মায়ের পুজো ও মিলন মেলাতে। 


সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours