ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
ধূপগুড়ি মহকুমার থানা এলাকার এক গ্রামের নাবালিকাকে বাড়ির সামনে থেকেই তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বাড়ির পেছনে ঝোপে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। নাবালিকায় দিন আত্মীয়ের বাড়িতে তেজপাতা আনতে বাড়ি থেকে বেরিয়েছিল।
তেজপাতা আনতে গিয়েছিল, নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
গ্রেফতার অভিযুক্ত
ফের ধূপগুড়িতে নাবালিকা ধর্ষণের ঘটনা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের নাম বুদ্ধমোহন বর্মন (২৭)। ধূপগুড়ি থানার মাগুরমাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামের ঘটনা।
অভিযোগ, ধূপগুড়ি মহকুমার থানা এলাকার এক গ্রামের নাবালিকাকে বাড়ির সামনে থেকেই তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বাড়ির পেছনে ঝোপে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। নাবালিকায় দিন আত্মীয়ের বাড়িতে তেজপাতা আনতে বাড়ি থেকে বেরিয়েছিল। ঠিক সেই মুহূর্তে প্রতিবেশী যুবক বুদ্ধমোহন বর্মন তার মুখ চেপে তাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পেছনে জঙ্গলে ধর্ষণ করে বলে অভিযোগ।
এক ঘণ্টার বেশি সময় ধরে সেই নাবালিকা নিখোঁজ থাকে। পরিবারের লোক তার খোঁজখবর করতে শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান পান না। এরপর নিজে থেকেই এক ঘণ্টার বেশি সময় পরে নিজে বাড়িতে ফিরে আসে নাবালিকা। এবং গোটা ঘটনা পরিবারকে জানান। এরপরেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ঘটনায় বুদ্ধমোহন বর্মন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
Post A Comment:
0 comments so far,add yours