একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
আইপিএলে দরজা খুলছে! সম্ভাবনা জোরালো। দেশের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুর সুযোগ পেতে পারেন লখনউ সুপার জায়ান্টসে। এমন সম্ভাবনার অনেক কারণও রয়েছে।
IPL 2025: অকশনে অবিক্রিত, আইপিএলে দরজা খুলছে ভারতীয় অলরাউন্ডারের!
ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী পারফর্ম করেছেন। একটা সময় জাতীয় দলের অন্যতম ভরসা ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ধারাবাহিক খেলেছেন। মুম্বইয়ের এই অলরাউন্ডার অবশ্য মেগা অকশনে হতাশ হন। আইপিএলের দু-দিনের মেগা অকশনে অবিক্রিতই রয়ে গিয়েছিলেন। তাঁকে ঘিরে জোর আলোচনা। আইপিএলে দরজা খুলছে! সম্ভাবনা জোরালো। দেশের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুর সুযোগ পেতে পারেন লখনউ সুপার জায়ান্টসে। এমন সম্ভাবনার অনেক কারণও রয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে ২২ মার্চ। লখনউ সুপার জায়ান্টস তাদের অভিযান শুরু করবে ২৪ মার্চ। শুরুতেই প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। শক্তিশালী দল গড়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও একাধিক পেসারের চোটে অস্বস্তিও রয়েছে। তেমনই বিদেশি অলরাউন্ডার মিচেল মার্শকেও শুধুমাত্র ব্যাটার হিসেবেই পাওয়া যাবে বলে খবর। চোট রয়েছে পেসার আবেশ খানেরও। এমন পরিস্তিতিতে শার্দূলকে নেওয়া হতেই পারে।
Post A Comment:
0 comments so far,add yours