সরকার কি ঘুরপথে নির্বাচনী বন্ড ফেরাতে চাইছে?’, নতুন বিলের ধারা তুলে প্রশ্ন মহুয়ার
শিবরাজের উত্তর শুনেই রেগে আগুন কল্যাণ, ‘ক্রিমিনাল কেস’ করার পরামর্শ সাংসদের
নাশপাতি ৩৫০, বেদানা ২২০, ফলে হাত ঠেকানোই দায়, কলকাতার বাজারে ক্রেতারা কী বলছেন
রাহুলের মতোই পরিণতি পন্থের? LSG মালিক-ক্যাপ্টেনের ভিডিয়ো ভাইরাল হতেই বিরাট শোরগোল
শুধুই ভারত নয়, ব্রিটেনেরও নাগরিক রাহুল? কেন্দ্রকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ আদালতের
লখনউ খাতায় কলমে শক্তিশালী দল গড়লেও মরসুম শুরুর আগেই একাধিক পেসারের চোটে অস্বস্তিতে। অলরাউন্ডার মিচেল মার্শ শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন। বাঁ হাতি পেসার মহসিন খান চোটে ছিটকেই গিয়েছেন। তাঁর পরিবর্তে শার্দূলকে নেওয়া হয়েছে।
পুরনো মুখ, নতুন দল! দিল্লি-লখনউ ম্যাচে কী হতে পারে একাদশ?
দিল্লির সেকেন্ড হোম গ্রাউন্ড বিশাপত্তনম। সেখানেই আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। হঠাৎ যদি চেনা মুখকে আলাদা জার্সিতে দেখা যায়! সমর্থকদের কাছে কিছুটা আবেগের মুহূর্ত। প্লেয়ারদেরও কি একই অনুভূতি হয়? তাঁরাই বলতে পারবেন। আজকের ম্যাচে এমন কিছু মুহূর্ত থাকছেই। লখনউ সুপার জায়ান্টস ক্য়াপ্টেন ঋষভ পন্থের কথাই ধরা যাক। দিল্লি তাঁর কাছে আপাতত অতীত। কিংবা লোকেশ রাহুল! তাঁর কাছেও লখনউ আপাতত অতীত। এ যেন অদল-বদল। সদ্য ‘প্রাক্তন’ দলের বিরুদ্ধে নামছেন পন্থ, রাহুলরা। কী হতে পারে দু দলের একাদশ?
দিল্লি ক্যাপিটালস এ বার অনেক গোছানো দল গড়েছে। অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে দিল্লি ক্যাপিটালসে খেলছেন। স্টপগ্যাপ ক্যাপ্টেন্সিও করেছেন। এ বার পাকা ক্যাপ্টেন। তেমনই কোর প্লেয়ারদের ধরে রেখেছে, মেগা অকশনে অনেককে ফিরিয়েছে। আবার টিমে ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও নিয়েছে। ফাফ ডুপ্লেসিকে যেমন ডেপুটি করা হয়েছে অক্ষরের। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বের দিল্লিরই প্রাক্তনী ঋষভ পন্থ।
লখনউ খাতায় কলমে শক্তিশালী দল গড়লেও মরসুম শুরুর আগেই একাধিক পেসারের চোটে অস্বস্তিতে। অলরাউন্ডার মিচেল মার্শ শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন। বাঁ হাতি পেসার মহসিন খান চোটে ছিটকেই গিয়েছেন। তাঁর পরিবর্তে শার্দূলকে নেওয়া হয়েছে। চোট রয়েছে আবেশ খান এবং এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদবের। দেখে নেওয়া যাক, কী হতে পারে দু-দলের একাদশ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা (ইমপ্যাক্ট বিকল্প সমীর রিজভি ও মোহিত শর্মা), কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: যুবরাজ চৌধুরি, মিচেল মার্শ, ঋষভ পন্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি (ইমপ্যাক্ট বিকল্প প্রিন্স যাদব), ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রাজবর্ধন হাঙ্গারকেকর, রবি বিষ্ণোই, শেমার জোসেফ
Post A Comment:
0 comments so far,add yours