আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
বিগত এক দশকে রেলের রুট যেমন সম্প্রসারণ হয়েছে, তেমনই একাধিক প্রিমিয়াম ট্রেনও যোগ হয়েছে। বন্দে ভারত, অমৃত ভারত, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস হল প্রিমিয়াম ট্রেন। জানেন এই প্রিমিয়াম ট্রেনগুলির মালিক কে জানেন?
বন্দে ভারত, রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনগুলির মালিক কে জানেন? উত্তরটা চমকে দেবে
ফাইল চিত্র।
দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় রেল নেটওয়ার্ক। দেশের প্রায় প্রতিটি কোণেই পৌঁছে গিয়েছে ভারতীয় রেল। বিগত এক দশকে রেলের রুট যেমন সম্প্রসারণ হয়েছে, তেমনই একাধিক প্রিমিয়াম ট্রেনও যোগ হয়েছে। বন্দে ভারত, অমৃত ভারত, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস হল প্রিমিয়াম ট্রেন। জানেন এই প্রিমিয়াম ট্রেনগুলির মালিক কে জানেন?
জানা গিয়েছে, বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলির মালিক আসলে ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন বা আইআরএফসি। অনেকেই ভাবেন এই ট্রেনগুলিও পরিচালন করে আইআরসিটিসি, কিন্তু আদতে আইআরএফসি প্রিমিয়াম ট্রেনগুলির পরিচালনের দায়িত্বে রয়েছে। এটি ভারতীয় রেলওয়ের যাবতীয় খরচ-খরচার দায়িত্বে রয়েছে। দেশীয় ও বিদেশি মার্কেট থেকে আর্থিক ফান্ড জোগাড় করে এই সংস্থা। রেলের বড় বড় প্রকল্পের খরচের জোগানও আসে এই সংস্থা থেকেই।
১৯৮৬ সালে এই ফার্ম তৈরি হয়। সম্প্রতিই এই সংস্থাকে নবরত্ন কোম্পানির স্টেটাস দেওয়া হয়েছে। এরফলে সংস্থার হাতে আরও ক্ষমতা এসেছে। আর্থিক স্বাধীনতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংস্থার হাতেই থাকবে।
ভারতীয় রেলওয়ে যে ইঞ্জিন, ওয়াগন ও কোচগুলি ব্যবহার করে, তার আসল মালিক হল আইআরএফসি। তারা ৩০ বছরের মেয়াদে ভারতীয় রেলকে লিজে দিয়েছে। ভারতীয় রেলের ৮০ শতাংশ প্যাসেঞ্জার এবং ফ্রেট ট্রেনই আইআরএফসি-র।
Post A Comment:
0 comments so far,add yours