শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
বিজ্ঞাপন জগতে মহেন্দ্র সিং ধোনির বিরাট দাপট রয়েছে। আইপিএল শুরু হওয়ার আগে প্রতি মরসুমই তাঁর নানা বিজ্ঞাপন ভাইরাল হয়। এ বার তাঁর নতুন বিজ্ঞাপনও সাড়া ফেলে দিল।
অ্যানিম্যাল লুকে নেট দুনিয়ায় আলোড়ন! ধোনির বিজ্ঞাপন মুহূর্তে ভাইরাল
অ্যানিম্যাল লুকে নেট দুনিয়ায় আলোড়ন! ধোনির বিজ্ঞাপন মুহূর্তে ভাইরাল
বছরের একটা মাত্র সময়ে ২২ গজে অ্যাকশনে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। আর সেই সময় চলে এসেছে। আইপিএলের (IPL) মঞ্চেই কেবল এখন ক্রিকেট খেলেন ধোনি। তাই বছর ভর তাঁর অনুরাগীরা অপেক্ষায় থাকেন যে, কবে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন ধোনি। ফলে তিনি কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কখন নতুন হেয়ারস্টাইল করছেন, সব নিয়েই তাঁর অনুরাগীদের মধ্যে রয়েছে কৌতুহল। তাঁর নতুন হেয়ারস্টাইল দেখা গেলে হয় জোর চর্চা। সোনালি লম্বা চুল, ধোনির পুরনো দিনের কথা অনেককে মনে করিয়ে দিয়েছে। এখন অবশ্য তাঁর চুল আগের মতো সোনালি ও লম্বা নেই। তবে এ বার এক অন্য লুকে দেখা গিয়েছে ধোনিকে। যার সঙ্গে অনেকে মিল পেয়েছেন বলিউড তারকা রণবীর কাপূর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমার লুকের।
সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ইমোটোরড কোম্পানির ইলেকট্রিক সাইকেলের বিজ্ঞাপনে অভিনয় করছেন ধোনি। সেখানে মাহির লুক বলিউড সিনেমা ‘অ্যানিম্যাল’-এ মুখ্য চরিত্রে থাকা রণবীর কাপূরের মতো।
Post A Comment:
0 comments so far,add yours