একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
নজর কেড়েছিলেন নতুন নাইট লুভনিথ সিসোদিয়া। রাহানে এবং ভেঙ্কটেশের নেতৃত্বে দুটি দল গড়া হয়েছিল। লুভনিথের মতো তরুণ তুর্কির পাশাপাশি কুইন্টন ডি'ককের মতো অভিজ্ঞ নাইট নজর কেড়েছিলেন। নতুন মরসুমে পুরনো ছন্দে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে শনিবার। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের লক্ষ্য ট্রফি ধরে রাখা। গত বারের মূল টিমটা ধরে রেখেছে নাইট রাইডার্স। সঙ্গে বেশ কিছু নতুন ও অভিজ্ঞ মুখ। শহরে পৌঁছে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি সারছে কেকেআর। এর মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে নিজেদের মধ্যে। বাধা পড়ল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে।
প্রথম প্রস্ততি ম্যাচে নজর কেড়েছিলেন নতুন নাইট লুভনিথ সিসোদিয়া। রাহানে এবং ভেঙ্কটেশের নেতৃত্বে দুটি দল গড়া হয়েছিল। লুভনিথের মতো তরুণ তুর্কির পাশাপাশি কুইন্টন ডি’ককের মতো অভিজ্ঞ নাইট নজর কেড়েছিলেন। নতুন মরসুমে পুরনো ছন্দে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলও। প্রথম প্রস্তুতি ম্যাচে দু-জনেই রান তাড়ায় বিধ্বংসী ব্যাটিং করেছেন। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুটো দলে রদবদল করা হয়। একটি দলের নেতৃত্বে রাহানে, আর এক দলের নেতা মণীশ পান্ডে। যদিও বৃষ্টির কারণে ম্যাচটা মাঝপথেই থামিয়ে দিতে হল।
সাধারণ প্র্যাক্টিস এবং ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে বিস্তর ফারাক থাকে। ম্যাচ সিচুয়েশন অনুযায়ী বোলার-ব্যাটাররা কী ভাবে নিজেদের মেলে ধরবেন, সেই পরিকল্পনা করা যায়। সে কারণেই প্র্যাক্টিস ম্যাচটা করার পরিকল্পনা ছিল। আবহাওয়ার কারণে সম্পূর্ণ করা গেল না। প্রথম ম্যাচের মতো এ দিনও দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার বৈভব অরোরা। আবহাওয়ার কারণে প্র্যাক্টিসে আরও বাধা পড়তে পারে, সেটাই অস্বস্তি রাহানেদের।
গত রাতে পৌঁছে গিয়েছেন কেকেআরের বিদেশি বাঁ হাতি পেসার স্পেন্সর জনসন। যদিও এ দিন প্র্যাক্টিস ম্যাচের টিমে রাখা হয়নি তাঁকে। এই অজি বোলার হয়তো পরবর্তী সেশন থেকেই টিমের সঙ্গে প্র্যাক্টিস শুরু করে দেবেন। কেকেআরের তরফে জানানো হয়েছে, কাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে ইডেনে প্র্যাক্টিস করবে টিম। তবে আবহাওয়ার যা পরিস্থিতি, প্র্যাক্টিস নিয়ে ধোঁয়াশা থাকছেই।
Post A Comment:
0 comments so far,add yours