কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
দিলীপ ঘোষের দা কেনার কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গতকাল দিলীপও স্পষ্ট জবাব দেননি। বুধবার টিভি৯ বাংলাকে দা কেনার কারণ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
'চিনের মতো যে কেউ পিটিয়ে দিয়ে যাবে', দা কেনার ব্যাখ্যা দিলেন দিলীপ
দা হাতে দিলীপ ঘোষ (ফাইল ফোটো)
মেলা থেকে হঠাৎ কেন দা কিনলেন তিনি? দা কিনে কী বার্তা দিতে চেয়েছেন? গতকাল তিনি নিজেই হেঁয়ালি করে উত্তর দিয়েছিলেন। তাতে রাজ্য রাজনীতিতে আলোচনা আরও বেড়েছিল। অবশেষে বুধবার পূর্ব বর্ধমানের মেলা থেকে দা কেনার কারণ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গতকাল কাটোয়া থানার অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথ মেলায় গিয়েছিলেন দিলীপ। মেলা ঘুরে একটি দোকান থেকে দা কেনেন তিনি। আর দা কেনার কারণ হিসেবে গতকাল জানিয়েছিলেন, “দা অনেক কাজে লাগে। বুঝতে পারবেন যখন কাজ হবে। এক দা’তে সব কাজ হয়ে যাবে।”
এই বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চাইলেন দিলীপ। গতকাল থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার টিভি৯ বাংলাকে দা কেনার কারণ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, “আমি রাজনীতির মধ্যে থেকেও অরাজনৈতিক জীবনযাপন করি। অরাজনৈতিক প্রোগ্রামেই যেতাম। গতকাল মেলায় গিয়েছিলাম। মেলায় অনেককিছু পাওয়া যায়। লোকে কিছু না কিছু কেনে। কী কিনব? আমার বাড়িতে নারকেল দিয়ে গিয়েছে এক বস্তা। কিন্তু, দা নেই। তরোয়াল অবশ্য রয়েছে। তরোয়াল দিয়ে তো নারকেল ভাঙা যায় না। তাই একটা দা কিনলাম। তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়েছে। দিলীপদার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে।”
Post A Comment:
0 comments so far,add yours