ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
বর্তমান প্রজন্মের মধ্যে মেসি-রোনাল্ডো নিয়ে নানা তর্কও চলে। ভারতের মিনি ব্রাজিল থেকে শুরু করে ফুটবল প্রেম, প্রিয় ফুটবলার। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় এমন নানা তথ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের 'মিনি ব্রাজিল', মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
ভারতে রয়েছে মিনি ব্রাজিল? জানেন সেটা কোথায়? ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে বিশ্ব ফুটবল নিয়ে অনেক ভাগ রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মান ফুটবলের সমর্থন এ দেশে প্রচুর। পেলে, মারাদোনার ভক্ত যেমন রয়েছেন তেমনই লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়েও প্রচুর আলোচনা। বর্তমান প্রজন্মের মধ্যে মেসি-রোনাল্ডো নিয়ে নানা তর্কও চলে। ভারতের মিনি ব্রাজিল থেকে শুরু করে ফুটবল প্রেম, প্রিয় ফুটবলার। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় এমন নানা তথ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্য প্রদেশের শাহদল জেলা ‘মিনি ব্রাজিল’ নামে পরিচিত। ফুটবল সংস্কৃতি, এই খেলার প্রতি ভালোবাসার কারণেই শাহদলের একটি গ্রাম এই নাম অর্জন করেছে। পডকাস্টে মিনি ব্রাজিল নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘একটি জেলা রয়েছে শাহদল, একটি গ্রাম রয়েছে যেখানে আদিবাসীদের সংখ্যাই বেশি। সেখানে গিয়েছিলাম। দেখেছি, ৮০-১০০ জন তরুণ, এমনকি কিছু আরও বেশি বয়সীও ছিলেন, যাঁদের খেলার পোশাকে দেখেছি।’
কৌতুহল থেকেই খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। পডকাস্টে আরও খোলসা করেন। মিনি ব্রাজিল প্রসঙ্গে যোগ করেন, ‘আমি তাদের জিজ্ঞেস করি, তোমরা কোথাকার। ওরা আমাকে রিপ্লাই দিয়েছিল, মিনি ব্রাজিলে থাকে। চমকে গিয়ে পুরো বিষয়টা জানতে চাই। ওরাই আমাকে জানায়, সেখানে চার প্রজন্ম ধরেই ফুটবলার উঠে আসছে। অন্তত ৮০ জন জাতীয় স্তরের ফুটবলার উঠে এসেছে। পুরো গ্রামের ধ্যান-জ্ঞান ফুটবল। ওরা আরও জানায়, গ্রামে বার্ষিক ফুটবল প্রতিযোগিতার সময় আসেপাশের গ্রাম মিলিয়ে ২০-২৫ হাজার দর্শক থাকে।’
ভারতীয় ফুটবল নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারতে ফুটবল খুবই জনপ্রিয়। আমাদের মহিলা ফুটবল দল দুর্দান্ত পারফর্ম করছে। পুরুষদের টিমও উন্নতি করছে।’ তেমনই ভারতের ফুটবল প্রেম নিয়ে বলেন, ‘যদি অতীতের কথা বলি, এই ধরুন ১৯৮০-এর দিকে, একটা নাম ভারতীয়দের কাছে রোমাঞ্চ ছিল, দিয়েগো মারাদোনা। ওই প্রজন্মের কাছে ফুটবল নায়ক ছিলেন মারাদোনা। বর্তমান প্রজন্মের কাছে জানতে চাইলে, বেশিরভাগ দ্রুতই জবাব দেবে লিওনেল মেসি।’
Post A Comment:
0 comments so far,add yours