শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিটে কলকাতা থেকে ঢাকা গামী ইন্ডিগো ৬ই ১১০৫ বিমান ছাড়ার কথা ছিল। তার আগে সিকিউরিটি চেকিং-এর সময় হ্যান্ডব্যাগেজে সন্দেহজনক মোড়ক দেখা যায়।
মোড়ক খুলতেই বেরিয়ে এল গুচ্ছ গুচ্ছ লাল-নীল নোট, কেন বাংলাদেশে যাচ্ছিলেন এই ভারতীয়!
আটক এক ব্যক্তি
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানে ওঠার কথা ছিল আহমেদ আলি নামে এক ব্যক্তির। সোমবার দুপুরে যখন চেকিং চলছে, তখন আচমকাই ওই ভারতীয় নাগরিকের ব্যাগে একটি মোড়ক চোখে পড়ে। আর সেই মোড়ক খুলতেই বেরিয়ে পড়ে গুচ্ছ গুচ্ছ নোট। তবে সেগুলি ভারতীয় টাকার নোট নয়। সঙ্গে সঙ্গে আটক করা হয় ওই যাত্রীকে।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিটে কলকাতা থেকে ঢাকা গামী ইন্ডিগো ৬ই ১১০৫ (6E 1105) বিমান ছাড়ার কথা ছিল। তার আগে সিকিউরিটি চেকিং-এর সময় হ্যান্ডব্যাগেজে সন্দেহজনক মোড়ক দেখা যায়। এরপরই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সিআইএসএফ ওই যাত্রীকে আটক করে ব্যাগে তল্লাশি চালায়।
ব্যাগের মধ্যে থেকে পাওয়া যায় ১০ হাজার বেলারুশিয়ান মুদ্রা ‘রুবেল’, ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ লক্ষ ৬৪ হাজার ৯০৫ টাকা। এছাড়াও উদ্ধার হয় ৫,২০,০০০ ভেনেজুয়েলার মুদ্রা ‘বলিভার’, ভারতীয় মুদ্রায় যা ৩,৮৫,১৮৫ টাকা। ওই টাকার আয়ের উৎস জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি ওই যাত্রী। এরপরই তাঁকে এয়ার এন্টালিজেন্স ইউনিট কাস্টমসের হাতে তুলে দেওয়া হয় বলে এয়ারপোর্ট সূত্রের খবর।
ওই যাত্রীকে আটক করে রেখে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতররে এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকেরা। কোথা থেকে ওই টাকা তিনি নিয়ে এসেছেন, বাংলাদেশের ঢাকায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল এসব, সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।
Post A Comment:
0 comments so far,add yours