ছোটবেলা থেকেই কীভাবে স্বামী বিবেকানন্দকে ভালবেসে ফেললেন, জানালেন মোদী
গোটা বিশ্বে RSS-এর থেকে বড় কোনও স্বয়ংসেবক সংঘ নেই, ওরা আমাকে জীবনের উদ্দেশ্যে বুঝিয়েছে: মোদী
এক হাতে মেরেছিল ছোবল, আর এক হাতে সেই সাপকেই ধরে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধ
মদ-মাংস বিক্রি করছে…’, কেদারনাথকে ‘অপবিত্র’ করার অভিযোগ তুলে অহিন্দুদের প্রবেশ বন্ধের দাবি BJP বিধায়কের
অকশনে অবিক্রিত, আইপিএলে দরজা খুলছে ভারতীয় অলরাউন্ডারের!
ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চারজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে। চলছে জিজ্ঞাসাবাদ। মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে উত্তম মণ্ডলের নাম। কিন্তু, ঘটনার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চারজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে। চলছে জিজ্ঞাসাবাদ। মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে উত্তম মণ্ডলের নাম। কিন্তু, ঘটনার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, হোলির দিন বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন বিপ্লব। রাস্তাতেই দেখেন কিছু যুবক ঝামেলা করছে। কী হয়েছে জানতে গিয়েই পড়েন বিপদে।
অভিযোগ, তিনি কথা বলতে যেতেই তাঁকে দেখে পকেট থেকে পিস্তল বের করে ফেলে উত্তম মণ্ডল। পরপর দুই রাউন্ড গুলিও চালানো হয় বলে জানা যাচ্ছে। বাম হাতে গুলি লাগে বিপ্লবের। ঘটনায় ব্যাপাক উত্তেজনা ছাড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পরেই বেশ কিছু যুবকে ধরে উত্তমের খোঁজ শুরু করেছে পুলিশ। আতঙ্কের আবহ গোটা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনই এখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই বসছে নেশার আসর। চলছে সমাজবিরোধী কাজ। সকলের একটাই দাবি, দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন।
প্রসঙ্গত, মাসখানেক আগে খোদ সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে জোর শোরগোল হয়েছিল মালদহের রাজনৈতিক মহলে। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বিধায়ক। নিজেই জানিয়েছিলেন সে কথা। কিন্তু, কে বা কারা তাঁকে মারার চেষ্টা করছে এই প্রশ্ন চলেছিল বিস্তর জল্পনা। এবার নতুন ঘটনায় চাপানউতোর।
Post A Comment:
0 comments so far,add yours