২০২২ এবং ২৩ এ পাথরপ্রতিমা কাপে চ্যাম্পিয়ন, ২০২৪ এ রানার্স পাথরপ্রতিমা সোনার বাংলা এ্যাসোসিয়েশন। এবছর পাথর প্রতিমা কাপে তাদের কি প্রস্তুতি চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। 

সামনেই আসছে পাথরপ্রতিমা কাপ ২০২৫। এবছরের জন্যও প্রস্তুত পাথরপ্রতিমা সোনার বাংলা এ্যাসোসিয়েশন। পাথরপ্রতিমা কাপে পরপর তিনবার ফাইনালে উঠেছে এই টিম, তার মধ্যে ২ বারের চ্যাম্পিয়ন। 

আর কিছু দিন পরেই দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা ব্লকের পাথরপ্রতিমা কলেজ ময়দানে পাথরপ্রতিমা কাপ ক্রীড়া কমিটির উদ্যোগে শুরু হতে চলেছে ডে - নাইট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট পাথরপ্রতিমা কাপ ২০২৫। প্রথম পুরস্কার দেড় লক্ষ টাকা ও রূপোর ট্রফি, দ্বিতীয় পুরস্কার রূপোর ট্রফি সহ নগদ ১ লক্ষ টাকা এবং সেমিফাইনলের দুই টিম ৪০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি। 

২০২২ এবং ২৩ এ পাথরপ্রতিমা কাপে চ্যাম্পিয়ন, ২০২৪ এ রানার্স পাথরপ্রতিমা সোনার বাংলা এ্যাসোসিয়েশন। এবছর পাথর প্রতিমা কাপ ২০২৫ এ কিভাবে ওনারা দল সাজিয়ে মাঠে নামছেন, এবছরের পরিকল্পনা কি কি, ওই কমিটির দায়িত্বপ্রাপ্ত কোষাদক্ষ সুপ্রিয় রানা কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন আসুন শুনে নেই ..
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours