আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
বিষয়টা নিয়ে অঙ্কুশ মজা করলেও, এবার সত্যিই বিচারকের আসনে থাকতে চেয়েছিলেন নায়ক, সেরকম চর্চা রয়েছে টলিপাড়ায়। ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলানো মানে নিজেকে নিংড়ে দেওয়া।
১৭টা অস্কার পেয়েছেন অঙ্কুশ! এ কী বলে ফেললেন নায়ক?
‘ডান্স বাংলা ডান্স’-এ এবার বিচারকের আসনে অঙ্কুশ। অঙ্কুশ এর আগের সিজনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন। এবার নাকি তাঁর ‘প্রোমোশন’ হয়েছে। তিনি বসেছেন বিচারকের আসনে। আর তাই নিয়ে বেজায় মজা করছেন যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় আর মিঠুন চক্রবর্তী। সঞ্চালকের বদলে কেন বিচারকের আসনে নায়ক? এই উত্তর দিতে গিয়ে মজা করে অঙ্কুশ বলেছেন, ‘আমি অ্যাঙ্কারিংয়ের জন্য ১৭ বার অস্কার পেয়ে গিয়েছি। তাই এবার বিচারকের আসনে। আমার অ্যাঙ্কারিং অ্যাকাডেমির সদস্যরা এবার সঞ্চালনার দায়িত্ব সামলাবে।’ এই কথা বলে কয়েকজন খুদের দিকে আঙুল তুলেছেন তিনি। নায়ক মজা করে যোগ করেছেন, নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে চান। তাই নাকি সঞ্চালকের জায়গা ছেড়ে বিচারক হয়েছেন। অঙ্কুশের এই টিম কত ভালো দায়িত্ব সামলাচ্ছে, তা নিয়ে আবার এই নন-ফিকশনের সেটে বেজায় মজা হচ্ছে।
তবে বিষয়টা নিয়ে অঙ্কুশ মজা করলেও, এবার সত্যিই বিচারকের আসনে থাকতে চেয়েছিলেন নায়ক, সেরকম চর্চা রয়েছে টলিপাড়ায়। ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলানো মানে নিজেকে নিংড়ে দেওয়া। যে অভিনেতাই এই কাজ করুন, তাঁর পরিশ্রম হয় সবচেয়ে বেশি। যেহেতু অঙ্কুশ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন আগেই, তাই এবার স্বাদ বদল চাইছিলেন তিনি। আর যেরকম তিনি চেয়েছেন, সেটাকে সম্মান জানিয়েই, বিচারকের আসন সামলাতে দেওয়া হয়েছে নায়ককে। এই নন-ফিকশনের পাশাপাশি ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। সেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ঐন্দ্রিলা সেনকে। ব্যক্তিগত জীবনেও এই নায়ক-নায়িকার জুটি জমজমাট।
Post A Comment:
0 comments so far,add yours