ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা! বচ্চন পরিবারে বড় অঘটন
চিনের মতো যে কেউ পিটিয়ে দিয়ে যাবে’, দা কেনার ব্যাখ্যা দিলেন দিলীপ
মাঠে নামার আগেই বড় ধাক্কা KKR-এ, তারকাকেই পাচ্ছে না নাইটরা
রেল লাইনের পাশে চালু রাস্তা হঠাৎই কেটে বন্ধ করে দেওয়া হলো ক্ষিপ্ত এলাকাবাসীরা।
কন্টেনার গাড়িতে মাদক পাচারের ছক, বাজেয়াপ্ত কেজি কেজি মাদক
পাশাপাশি, বাড়ির দোতলার দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী, সারাদিন এসি চালিয়ে বসে আছে, বলে আদালতে অভিযোগ করেন সুজয়কৃ্ষ্ণ। শুধু তা-ই নয়, তাঁর আরও দাবি, নীচে শৌচাগার থাকা সত্ত্বেও ঘরের শৌচাগার ব্যবহার করছে বাহিনী।
২৪ ঘণ্টা AC চলছে, শৌচাগার ব্যবহার করছে', 'কাকু'র-বাহিনী বিড়ম্বনায় সুরাহা খুঁজে দিল আদালত
প্রতীকী ছবি
গত শুক্রবার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। দীর্ঘ টানাপোড়েনের পর মানসিক ও শারীরিক অবনতিকে ‘ঢাল’ করে জেল থেকে রেহাই পেয়েছেন তিনি। তবে ইডির মামলায় একেবারে রেহাই পেলেও, সিবিআই মামলায় এখনও ঝুলে রয়েছেন সুজয়কৃষ্ণ। গত মাসেই ‘কাকু’কে সেই মামলাতে অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্টের অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিনে ঘর-বন্দি ছিলেন সুজয়কৃষ্ণ। গত শুক্রবার সেই জামিনেরই মেয়াদ বাড়াতে আবেদন জানিয়ে ছিলেন আদালতে। অবশেষে মিলল স্বস্তি। আদালত সূত্রে খবর, সোমবার ‘কাকু’র অন্তর্বর্তী জামিনের মেয়াদ এপ্রিলের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চ।
তবে শুধু অন্তর্বর্তী জামিনই নয়, আরও একটি অস্বস্তি বেড়েছিল ‘কাকু’র। আদালতের কাছে সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। সুজয়কৃষ্ণের অভিযোগ, শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিনে থাকায় তার পিছনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকই। কিন্তু সিবিআই সেই বাহিনীকে আদালতের নির্দেশ অমান্য করে ‘হাতিয়ার’ হিসাবে ব্যবহার করছে।
পাশাপাশি, বাড়ির দোতলার দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী, সারাদিন এসি চালিয়ে বসে আছে, বলে আদালতে অভিযোগ করেন সুজয়কৃ্ষ্ণ। শুধু তা-ই নয়, তাঁর আরও দাবি, নীচে শৌচাগার থাকা সত্ত্বেও ঘরের শৌচাগার ব্যবহার করছে বাহিনী। এমনকি, হাসপাতালে গেলে পিছু পিছু বাহিনীও হাজির হয়ে পড়ছে সেখানে। হাসপাতালের রুমে কারা যাচ্ছেন-আসছেন, রেজিস্টারও ধরে সেই বিষয়েও নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ সুজয়কৃষ্ণের।
সোমবার ‘কাকু’র বাহিনী নিয়ে তৈরি হওয়া বিড়ম্বনা নিয়ে সুরাহা দেয় আদালত। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জন্য ত্রিপল টাঙানোর নির্দেশের পাশাপাশি, সেই অস্থায়ী শেল্টারে বসার জায়গা ও ফ্যান রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি ২২এপ্রিল।
Post A Comment:
0 comments so far,add yours