আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
আহত ব্যক্তির নাম রঙ্গলাল মাল। অভিযোগ, নিজের বাড়িতেই বোমা মজুত করে রেখেছিলেন ওই ব্যক্তি। ভুলবশত বোমাতে হাত পড়ে যায়। তারপরই উড়ে যায় হাত। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
'আমার বাঁ হাত উড়ে গেল স্যর', ঘরে মজুত রেখেছিলেন বোমা, স্পর্শ করতেই ভয়ঙ্কর অবস্থা TMC কর্মীর
রঙ্গলাল মাল
বীরভূমের মাড়গ্রামে ভয়বহ বিস্ফোরণ। বাড়ির ভিতরে মজুত ছিল বোমা।আর সেই বোমায় হাত পড়তেই বিস্ফোরণ। যার জেরে বাঁ হাত উড়ে গেল এক ব্যক্তির। আহত ব্য়ক্তি জানিয়েছেন, তিনি তৃণমূল কর্মী। আগে সিপিএম করতেন। অনেক বছর আগে বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন।
আহত ব্যক্তির নাম রঙ্গলাল মাল। অভিযোগ, নিজের বাড়িতেই বোমা মজুত করে রেখেছিলেন ওই ব্যক্তি। ভুলবশত বোমাতে হাত পড়ে যায়। তারপরই উড়ে যায় হাত। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। কীভাবে ঘটল এই ঘটনা কেন, কেন বোমা মজুত করে রাখা হয়েছিল সেখানে? খতিয়ে দেখছে পুলিশ।
আহত ব্যক্তি বলেন, “আগে সিপিএম করতাম। এখন তৃণমূল করি। অনেক বছর আগে ঘরের ভিতর বোমা রেখেছিলাম। সেই সময় ঝামেলা হত। সেই গণ্ডগোল থেকে বাঁচতে বোমা মজুত করে রাখা ছিল। তবে এই বোমাটা কোথায় ছিল বলতে পারব না। হাত দিতেই ফেটে গেল। আমার বাঁ হাতটাই উড়ে গেল স্যর।”
Post A Comment:
0 comments so far,add yours